মুখ্যমন্ত্রী মন্দির গর্ভে প্রবেশ না করেও পূজা হয়,দেখাল মানিক
প্রাক্তনের প্রথা ভেঙ্গে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির গর্ভে প্রবেশ না করে পূজা দিলেন মুখ্যমন্ত্রী।
দ্যা ফ্যাক্ট:-উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরের বাইরে থেকে পূজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। নিজ হাতে কিনলেন মায়ের জন্য ভোগ। সাধারণের মতো সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পূজো দিলেন তিনি। অথচ মন্দির গর্ভে প্রবেশ করে রীতিমতো মাসে একাধিকবার মায়ের পূজা দিতে দেখা গিয়েছিল অপর এক মুখ্যমন্ত্রীকে।
ক্ষমতা থাকলেই ক্ষমতা সর্বদা প্রয়োগ করতে নেই তা রাজ্যের মানুষকে দেখিয়ে দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। রবিবার মাতা বাড়িতে গিয়ে পূজা দিলেন মুখ্যমন্ত্রী। একেবারেই নিপাট সাধারণ মানুষের মতো ধর্মীয় রীতিনীতি পালন করলেন তিনি। একজন ভিভিপি হয়েও সাধারণের মতো কিভাবে চলাফেরা করতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। অথচ পূর্বে রাজ্যের মানুষ দেখেছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী স্ত্রী মন্দির গর্ভে দিনের পর দিন প্রবেশ করে পূজা করেছেন। যে অধিকার থেকে রাজ্যে সাধারণ মানুষ বরাবর বঞ্চিত। জনগণের দেওয়া পদে বসে জনগণের উপর ওঠার যে ট্রেডিশন তৈরি করা হয়েছিল রাজ্যে, তা স্বাভাবিক করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রত্যেকটি মানুষ সমান সুবিধা নিয়ে মায়ের পূজা করবে এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়ার জন্যই বর্তমান মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছেন
।
What's Your Reaction?