কালো পতাকা ইস্যুতে রাজপথ থেকে বিধানসভা অধিবেশন উত্তাল
সুধাংশু দাস ইস্যুতে বিরোধী দলনেতা ও সুদীপ প্রায় বর্মনকে দেখানো হলো কালো পতাকা। বিধানসভায় প্রশ্ন পাল্টা প্রশ্ন। পশ্চিম আগরতলা থানার সামনে পথ অবরোধ বামেদের।
দ্যা ফ্যাক্ট :- দিনভর কালো পতাকা ও বিক্ষোভ প্রদর্শন, বিধানসভায় প্রশ্ন পাল্টা প্রশ্ন এবং বিকেলে খানা ঘেরাও ও পথ অবরোধ সংঘটিত হয়েছে। শুক্রবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি কোয়াটারের সামনে কালো পতাকা হাতে দেখানো হয়েছে বিক্ষোভ। বিধানসভায় এই ইস্যুতে শাসক বিরোধীর মধ্যে হয়েছে বাকযুদ্ধ। বলা যায় এই কালো পতাকা ইস্যুতেই দিনভর বিধানসভার ভেতর থেকে রাজপথ ছিল উত্তাল।
সম্প্রতি মন্ত্রি সুধাংশু দাস সামাজিক মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি পোস্ট করেছিলেন। এরপরই কংগ্রেস এবং সিপিআই(এম) বিরোধিতায় মাঠে নামে। বৃহস্পতিবার মন্ত্রী সুধাংশু দাস উনার সরকারি বাসভবন থেকে বিধানসভায় যাওয়ার সময় যুব কংগ্রেস কর্মীরা উনার রাস্তা আটকায়। কালো পতাকা হাতে দেখানো হয় বিক্ষোভ। এই ঘটনার পর বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রীর উদ্দেশ্যে দেখায় কালো পতাকা।
এই ঘটনার রেস ধরেই শুক্রবার সকালে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বিধানসভার অধিবেশনেও এই বিষয়টি উত্থাপন করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে সঙ্গে শাসক শিবির থেকে পাল্টা প্রশ্ন আসে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও এবং মন্ত্রী সুধাংশু দাসের পথ আটকানোর সময় আপনারা কোথায় ছিলেন?
বিধানসভার অধিবেশন সমাপ্ত হতে না হতেই সিপিআই(এম) কালো পতাকা হাতে বিরোধী দলনেতার বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে রাজপথে নামে। মেলার মাঠ থেকে শুরু হয়েছে মিছিল। পশ্চিম আগরতলা থানার সামনে পথ অবরোধ এবং থানা ঘেরাও করা হয়। দাবি করা হয় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে। তবে কালো পতাকার লড়াই আপাতত এখানেই থামছেনা বলে ধারণ করা হচ্ছে বর্তমান পরিস্থিতির নিরিখে।
What's Your Reaction?