GBP- হাসপাতালে আগুন,ম্যাপ না পাওয়ায় কাজে বাঁধা দমকল বিভাগের

জিবিপি হাসপাতালের গাইনো বিভাগের অপারেশন থিয়েটারে অগ্নিসংযোগ।

Jun 27, 2024 - 03:19
 0  49
GBP- হাসপাতালে আগুন,ম্যাপ  না পাওয়ায় কাজে বাঁধা দমকল বিভাগের
জিবিপি হাসপাতালের গাইনো বিভাগে ওটিতে দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

দ্যা ফ্যাক্ট :- জিবিপি হাসপাতালের গাইনো বিভাগের অপারেশন থিয়েটারে অগ্নিসংযোগ। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দমকল বিভাগের কর্মীরা গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন। জানা গেছে এসি থেকে এই অগ্নিসংযোগের ঘটনা সূত্রপাত হয়েছে। যদিও আগুন নেভানোর জন্য হাসপাতালের ম্যাপ খুঁজে পেলনা দমকল বিভাগের কর্মীরা।

                  রাজ্যের প্রধান রেফারেল জিবিপি হাসপাতালের গাইনো বিভাগের অপারেশন থিয়েটারে আচমকা অগ্নিসংযোগের ঘটনায় জিবি চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতেই শুরু হয় ছোটাছুটি। প্রাথমিকভাবে হাসপাতালের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু তাতে নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। কিন্তু ভেতরে অতিরিক্ত ধোয়া এবং তাপমাত্রার কারণে দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করতে সময় লাগে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে হাসপাতালের বিল্ডিংয়ের ম্যাপ না থাকার কারণে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন দমকল বিভাগের কর্মীরা। পরবর্তী সময়ে জালনার কাচ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দমকল বিভাগের কর্মীরা। প্রশ্ন উঠছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে অগ্নিসংযোগের পর আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাতের কাছে কি কারনে হাসপাতালের ম্যাপ পেলোনা দমকল বিভাগের কর্মীরা। এই কারণে আগুন নেভানোর কাজে আরো বেশি সময় লাগতে পারতো। তাতে দুর্ঘটনার সম্ভাবনা ও ছিল অনেক বেশি। হলে এই ধরনের পরিস্থিতিতে দমকল বিভাগের কর্মীরা সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে হাতের কাছে যাতে হাসপাতালের ম্যাপ পেতে পারে তার ব্যবস্থা করার একান্ত প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow