মহকুমা আদালতের নির্মাণ কাজ অন্তিম পর্যায়ে, অপেক্ষা ফিতা কাঁটার

মোহনপুর মহকুমা বাসির অধিকার আদায়ের মন্দির পূর্ণ রূপ নিতে চলেছে

Sep 11, 2023 - 05:42
Sep 11, 2023 - 15:06
 0  29
মহকুমা আদালতের নির্মাণ কাজ অন্তিম পর্যায়ে,  অপেক্ষা ফিতা কাঁটার

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা ব্যুরো:-মোহনপুর মহকুমা এলাকায় অল্প কিছুদিনের মধ্যেই উন্নয়নের এক নতুন পালক সংযোজন হতে চলেছে। মোহনপুর মহকুমা আদালতের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। বহু প্রতীক্ষিত মহাকুমা বাসীর আদালত ভবন ইতিমধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

                 মোহনপুর মহাকুমা গঠিত হওয়ার পর থেকেই মোহনপুরের তৎকালীন বিধায়ক রতন লাল নাথ দাবী করে আসছিলেন মোহনপুরে মহকুমা আদালত গঠন করার। কিন্তু তৎকালীন বাম সরকার এই দাবি পূরণে মাথা ঘামায়নি। ২০১৮ সালে বিজেপি আইপি একটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মোহনপুর মহকুমা আদালত নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমান মোহনপুর মহকুমা কার্যালয়ের পাশেই জমি নির্ণয় করা হয়েছিল আদালত ভবন নির্মাণ করার জন্য। তৎকালীন মহকুমা শাসক ছিলেন প্রসূন দে। হাইকোর্টের মুখ্য বিচারপতি এবং তৎকালীন আইনমন্ত্রী রতন লাল নাথ এই জমিটি আদালত ভবন নির্মাণের জন্য নির্ণয় করেছিলেন। সেই থেকে সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য কাজ করে গিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নির্মাণ কাজের বেশিরভাগ সমাপ্ত হয়েছে। আগরতলা খোয়াই জাতীয় সড়কের পাশে ফটিকছড়া এলাকাতে গড়ে উঠেছে মহকুমা আদালত। যা আগামী দিনে মোহনপুর মহকুমা বাসিকে আইনি পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক দারুণ সুযোগ নিয়ে আসছে। ভৌগোলিক অবস্থানে মোহনপুর বিধানসভা এলাকায় রয়েছে এই মহকুমা আদালত। সেই অর্থে মোহনপুর বিধানসভা এলাকাতে উন্নয়নের তালিকায় আরো একটি নতুন পালক সংযোজন শুধু সময়ের অপেক্ষা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow