লেফুঙ্গায় বিপ্লবের সমর্থনে ৩ দলের সভা,মোহনপুরে বুথ অফিসের উদ্বোধন

BJP,IPFT ও মথার যৌথ সভায় বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করানোর উপর গুরুত্ব দিল নেতৃত্ব।

Apr 2, 2024 - 03:03
Apr 2, 2024 - 03:04
 0  26
লেফুঙ্গায় বিপ্লবের সমর্থনে ৩ দলের সভা,মোহনপুরে বুথ অফিসের উদ্বোধন

দ্যা ফ্যাক্ট:-আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিপ্লব কুমার দেবের সমর্থনে ২ নং মোহনপুর বিধানসভা এলাকাতে জোর তৎপরতা পরিলক্ষিত হয়েছে। লেফুঙ্গায় বিজেপি,আইপিএফটি ও তিপ্রা মাথার যোথ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মোহনপুর বিধানসভার ২ নং বুথে নির্বাচনী পোলিং বুথের উদ্বোধন করে বিজেপি।

                 পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করানোর লক্ষ্যে মোহনপুর বিধানসভা এলাকাতে যৌথভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছে তিপ্রা মথা, আইপিএফটি ও বিজেপি। এলাকার সিংহভাগ ভোটারদের ভোট বিপ্লব কুমার দেবের ঝুলিতে যাতে পরে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন দলীয় নেতৃত্ব। এদিন মন্ত্রী রতন লালনাথ তিন দলের স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করলেন। এদিনের এই সভাতে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার নেতা রঞ্জিত দেববর্মা, আইপিএফটির পক্ষে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসির ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা এবং তিপ্রা মথা দলের পক্ষে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা।

পাশাপাশি এই দিন মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত ২ নং বুথে নির্বাচনি বোথ অফিসের উদ্বোধন করলেন মন্ত্রীগত লালা নাথ। এদিন বোথ অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি দলীয় সভা। এই সভাতে বিপ্লব কুমার দেবের সমর্থনে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow