মৎস্য চাষীদের মাথা ব্যথার কারণ সাকার মাউথ ক্যাটফিস ধরা পরল বামুটিয়ায়
বামুটিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে জালে উঠলো বেতিক্রমি মাছ।
সুমন মহলানবীশ,দ্যা ফ্যাক্ট : বন্যার জলে মাছ ধরার সময় জালে ধরা দিল এক ব্যতিক্রমী মাছ। ঘটনা বামুটিয়ার দক্ষিণ রাঙ্গুটিয়া গ্রামে। এই মাছের নাম সাকার মাউথ ক্যাট ফিশ। সাধারণত এটি দক্ষিণ আমেরিকার মাছ। এই অঞ্চলে এই মাছ একেবারেই দেখা যায় না। উদ্ধার হওয়া এই মাছ মানুষের খাবার এবং বিভিন্ন জলাশয়ে পালনের জন্য একেবারেই অনুপযুক্ত বলে জানালেন ফিশারি কলেজের সহকারী অধ্যাপক ডঃ প্রদ্যুৎ বিশ্বাস।
সম্প্রতি বন্যার প্রভাবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের জলাশয় গুলো মিলেমিশে এককার হয়ে গেছে। এরই মধ্যে ধরা পড়ছে প্রচুর মাছ। দক্ষিণ রাঙ্গুটিয়া গ্রামের সঞ্জয় সরকার মাছ ধরতে গিয়েছিল জমিতে। সেখানে তার জালে উঠে এলো একটি ব্যতিক্রমী মাছ। সচরাচর এই মাছ এই অঞ্চলে একেবারেই দেখা যায় না। এই মাছটিকে ধরে বাড়িতে নিয়ে এলো সে। বহু মানুষ এই ব্যতিক্রমী মাছ দেখার জন্য ভিড় জমিয়েছিল তার বাড়িতে। যতদূর জানা গেছে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে এই মাছ পাওয়া যায়। তবে এই মাছ প্রসঙ্গে ফিসারি কলেজের সহকারী অধ্যাপক ডঃ প্রদ্যুৎ বিশ্বাস বলেন এই মাছ মানুষের খাওয়ার উপযুক্ত নয়। তবে অনেকেই এই মাছকে একুরিয়ামে শখের বসে পালন করেন। সাধারণত জলের ময়লা, একুরিয়ামের ভেতর শ্যাওলা এগুলি তাদের মূল খাদ্য।তবে এই মাছ পুকুরে কোনভাবেই না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ পুকুরে চাষযোগ্য মাছের জৈবিক সমস্ত খাবার এই মাছ খেয়ে ফেলে। ফোনে চাষ যোগ্য মাছের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে খাবার অভাবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে বন্যার জলে ভেসে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে এই মাছ।
What's Your Reaction?