মোহনপুর এবং বাবুটিয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতে শুরু হলো শপথ গ্রহণ

একই দিনে মোহনপুর এবং বামুটিয়া ব্লক মিলিয়ে ১৬ টি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ সম্পন্ন।

Aug 30, 2024 - 02:09
 0  31
মোহনপুর এবং বাবুটিয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতে শুরু হলো শপথ গ্রহণ
মোহিনীপুর পঞ্চায়েতে প্রধানের হাতে শংসাপত্র তুলে দিলেন মন্ত্রী। এদিকের দেবেন্দ্রনগর পঞ্চায়েতে হয় শপথ গ্রহণ।

দ্যা ফ্যাক্ট : মোহনপুর মহকুমায় পঞ্চায়েত গুলোতে শুরু হল শপথ গ্রহণ। বৃহস্পতিবার মোহনপুর ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েত এবং বামুটিয়া ব্লকের অন্তর্গত ১১টি গ্রাম পঞ্চায়েতে হয় শপথ গ্রহণ। মোহনপুরে শপথ গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।

            মোহনপুর মহকুমা এলাকাতে বামুটিয়া এবং মোহনপুর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত গুলোতে শপথ গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার। এইদিন সকাল থেকেই মোহনপুর ব্লকের অন্তর্গত মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েতে একে একে শপথ গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে। সবকটি শপথ গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিনে এই কর্মসূচিতে উপস্থিত থেকে বলেন যারা ঈশ্বরের নামে আজ শপথ গ্রহণ করেছেন তারা আগামী পাঁচ বছর সঠিকভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। পাশাপাশি পঞ্চায়েতের প্রাক্তন জন প্রতিনিধি এবং স্থানীয়দের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে বামুটিয়া ব্লকের অধীন ১০ টি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার হবে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ। বাকি ১১ টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ হবে ৩১ তারিখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow