মোহনপুর স্কুলে কৃতি সংবর্ধনায় ছেলেমেয়েদের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান মন্ত্রীর

মোহনপুর উচ্চ মাধ্যমিক স্কুলে কৃতি সংবর্ধনা

Sep 24, 2023 - 03:59
 0  24
মোহনপুর স্কুলে কৃতি সংবর্ধনায় ছেলেমেয়েদের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান মন্ত্রীর

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার নয়। ছেলেমেয়েদের মানুষের মত মানুষ তৈরি করুন। মোহনপুর উচ্চ মাধ্যমিক স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকদের এই পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ। 

                     ফলাফলের নিরিখে বিদ্যাবতী স্কুল গুলোর মধ্যে মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নবম স্থান হাসিল করেছে। শনিবার মোহনপুর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আগামী বছর মোহনপুর বিদ্যালয়ের কে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান নিয়ে যাওয়ার আহবান করলেন মন্ত্রী রতন লাল নাথ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সমস্ত শিক্ষার্থীরা যদি মন প্রাণ দিয়ে এই কাজটা করার চেষ্টা করে তাহলে মোহনপুর স্কুলকে প্রথম স্থানে নেওয়ার পাশাপাশি নিজেদের পজিশনটাও ভালো জায়গা চলে আসবে। এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন সরকার শিক্ষার বিকাশে যা যা করা প্রয়োজন তা সমস্ত কিছু করবে। কিন্তু ছেলেমেয়েদের সুশিক্ষার সুশিক্ষিত করতে অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরকে আরও যত্নন হতে হবে। অন্যদিকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আবেদন রাখেন ছেলেমেয়েদের আদর করে ভালোবাসা দিয়ে তাদেরকে সঠিক শিক্ষাদানের মধ্য দিয়ে গড়ে তুলতে। পরবর্তী সময়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার অঙ্গ হিসেবে সার্টিফিকেট এবং টাকার চেক তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুরো পরিষদের চেয়ারপারসন মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow