মোহনপুর মহকুমাতে ৪ টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মহকুমাতে চারটি বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। শনিবার অভিচরণে মধুচৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়গুলোর। পরবর্তী সময়ে বেড়ীমুড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী।
মোহনপুর মহকুমা এলাকাতে মধু চৌধুরীপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়, তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বেড়ীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল পাকা ভবনের উদ্বোধন হয়েছে। বেড়ীমুড়া স্কুলে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় গুলোর সৌন্দর্য নিয়ে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র পাকা বাড়ি নির্মাণ করা হয়নি। বিদ্যালয় গুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পাকা বাড়ি নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো পড়াশোনার বিষয়টি সুনিশ্চিত করার উপর গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে ছেলে মেয়েরা খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান চর্চাতে যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে তার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। মধু চৌধুরী পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ, লেফুঙ্গা বিইসি চেয়ারম্যান রণবীর দেববর্মা ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা এবং দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে বেডীমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মুখ্যমন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?