মোহনপুর ব্লকের পঞ্চায়েতের আয় বৃদ্ধির গ্রাফ ঊর্ধমুখী

নিজেদের আয় বৃদ্ধিতে সফলতা পাচ্ছে মোহনপুর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত গুলো

Sep 8, 2023 - 07:42
 0  9
মোহনপুর ব্লকের পঞ্চায়েতের আয় বৃদ্ধির গ্রাফ ঊর্ধমুখী

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-মোহনপুর ব্লকের পঞ্চায়েত গুলোর নিজস্ব আয় বাড়ছে নিয়মিত। ২০১৮ সালের পর থেকে প্রতিবছর সমস্ত পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। যার মধ্য দিয়ে পঞ্চায়েত গুলো আর্থিক সচ্ছলতার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে।

                    ভারত গ্রাম প্রধান রাষ্ট্র।আজো দেশের বৃহৎ অংশ গ্রাম পঞ্চায়েত নিয়ন্ত্রণাধীন। আর এই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে দেশের উন্নয়নমূলক কাজগুলো বেশিরভাগ অবাস্তবায়িত হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে অর্থ পঞ্চায়েত গুলোকে দেয় তা দিয়েই এলাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়।যদিও পঞ্চায়েত গুলোর নিজস্ব রোজগার করার আইনগতভাবে বহু পথ রয়েছে। ভারতবর্ষের বেশ কিছু পঞ্চায়েত রয়েছে যেগুলো নিজস্ব আয়ের টাকা দিয়ে পাকা রাস্তা নির্মাণ, পরিবহন ব্যবসা, এলাকার আবর্জনা থেকে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ তৈরীর মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে বিদ্যুৎ বিক্রি করে। এই ধরনের ঘটনা ত্রিপুরাতে না হলেও মোহনপুর আরডি ব্লক এলাকার পঞ্চায়েত গুলো সঙ্ঘবদ্ধ ভাবে কাজ করে নিজেদের আয় বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।২০২০-২০২১ অর্থবছরে মোহনপুর ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েত মিলে তাদের রোজগার হয়েছিল ১৯৫০০ টাকা।২০২১-২০২২ অর্থবছরে তা বৃদ্ধি হয়ে ২,৭০,৬৫০ টাকায় পৌঁছে গেছে। অবাক করার বিষয় হলো ২০২২-২০২৩ ইং অর্থবর্ষে সেই অর্থের পরিমাণ বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৩০৭৮০৫ টাকায়। প্রতিবছর মোহনপুর আরডি ব্লকের সমস্ত পঞ্চায়েত যেভাবে অউন সোর্স বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তাতে করে একদিন এই পঞ্চায়েত গুলো এলাকার উন্নয়নে নিজেদের রোজকারের অর্থ খরচ করতে পারবে সেই আশার আলো ইতিমধ্যেই দেখছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow