রাইমাভ্যালিতে ১৮০০ জন ভোটার CPI(M) ও মথা ছেড়ে BJP-তে
রাইমাভ্যালিতে বিজিবি শক্তি বৃদ্ধি করল ব্রু সেটেলমেন্ট ক্যাম
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-গন্ডাছড়া মহাকুমার রাইমাভেলি মন্ডলের উদ্যোগে এক যোগদান সভাতে ৫৫৪ পরিবারের ১৮০০ জন ভোটার সিপিআইএম এবং তিপ্রামোথা ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে অনুষ্ঠিত এই যোগদান সভাতে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্জী উপস্থিত থেকে নবাগতদের বরণ করেন।
রাজ্যের পাহাড় গত এডিসি নির্বাচনের পর থেকেই হাওয়ার রাজনীতি ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করেছে। বেশ কয়েক মাস আগেও যেখানে থানচার জিগির তুলে মানুষকে ধরে রাখার চেষ্টা চলত সেই জায়গা থেকেই সমস্ত বাঁধন ছিড়ে মানুষ বেরিয়ে আসতে শুরু করেছে। শুক্রবার রাইমাভ্যালি বিধানসভার উল্টো ছড়া ব্লু সেটেলমেন্ট ক্যাম্পে বিজেপির উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভাতে সিপিআইএম এবং তিপ্রামোথা দল ছেড়ে ১৮০০ ভোটার গেরুয়া শিবিরের যোগদান করেন। এই যোগদান সভাতে নবাগতদের স্বাগত জানাতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই ব্রু শরণার্থীদের দীর্ঘ বছরের সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে। সরকার আন্তরিকতার সাথে প্রত্যেকটি নাগরিককে ত্রিপুরার মাটিতে সসম্মানে অধিকারের সাথে বাঁচার সুবন্দুবাস করে দিয়েছে। রাজ্যের উন্নয়নের ধারায় শামিল হওয়ার জন্য সমস্ত নবাগদের অভিনন্দন জানান রাজীব ভট্টাচার্জী
।
What's Your Reaction?