বঞ্চনার গ্লানি থেকে ভোট বয়কট সদাই মোহন পাড়ায়
রাস্তা, জল, বিদ্যুৎ আজও স্বপ্ন সদাই মোহন পাড়ায়। প্রতিবাদে ভোট বয়কট।
দ্যা ফ্যাক্ট:- গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট। চরম অব্যবস্থা, মৌলিক অধিকারের স্বাদ আস্বাদনে বঞ্চনা এবং প্রতিশ্রুতির খেলাপ মানুষগুলোকে এই শ্রেষ্ঠ উৎসব বিমুখ করে তুলেছে। এটা লজ্জার। এটা ভাববার। রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে রাইমাভেলি বাধানসভার সদাই মোহন পাড়ার নাগরিকরা ভোট বয়কটের মাধ্যমে এই বার্তাটাই দিতে চেয়েছেন রাষ্ট্রকে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সর্বশেষ এবং ছোট রাজ্য হিসেবে ত্রিপুরা এখনো অনেকটাই প্রত্যন্ত। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই প্রত্যন্ত শব্দটা কোনভাবেই পিছু ছাড়তে চাইছে না। রাইমা ভ্যালি বিধানসভার সদাই মোহন পাড়ায় ৫ নং ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন মাত্র ১ জন নাগরিক। বাকি ১০৫৮ জন ভোটার ভোট বয়কট করেছেন। এই ধরনের ঘটনা একেবারেই নতুন এমনটা নয়। কিন্তু এই ধরনের ঘটনার জন্য সরাসরি সরকারকেই দায়ভার নিতে হবে। এই রাজ্যে ৩৫ বছর বামেয়েদের শাসন, ৫ বছর জোট সরকার এবং সর্বশেষ ৬ বছর যাবত বীজেপি জোট সরকার। অন্যদিকে টিটিএএডিসাতে কিছু সময় বাদ দিলে একছত্র বামেদের শাসন এবং বর্তমানে তিপ্রামথার। কিন্তু এত শাসনকর্তা থাকা সত্ত্বেও ভাগ্যের পরিবর্তন হলো না সদাই মোহন পারার। রাস্তার অভাব, পানীয় জলের অভাব, বিদ্যুতের অভাব, স্বাস্থ্য পরিষেবার অভাব এই গ্রামের মানুষগুলোকে রীতিমতো দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। দীর্ঘ বছর যাবত শাসনকর্তাদের কাছে দাবির পর দাবী জানিয়ে জুটলনা কিছুই। এই অবস্থায় বৃহৎ রাষ্ট্র ব্যবস্থায় সংঘাত করার মত শক্তি ছিল না এলাকার ১০৫৯ জন ভোটারদের কাছে। সাধারণ লেংটি অথবা গামছা পড়ে যারা লজ্জা নিবারণ করেন তাঁরা আসলে সংগ্রাম করার মতো সাহস জোগাতে পারেন না। কিন্তু দীর্ঘ দিনের বঞ্চনা তাঁদের মধ্যে রাগ, অভিমান এবং ঘৃণা সৃষ্টি করে দিয়েছে এই সিস্টেমের প্রতি। যার বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে। গ্রামবাসী সিদ্ধান্ত করেই ভোট বয়কট করেছেন।এটা একেবারেই নিরব প্রতিবাদ নয়। এই গিরিবাসীদের দীর্ঘদিনের বঞ্চনায় তাদের এই সিদ্ধান্ত।এটা প্রমাণ করে রাষ্ট্রের কোন সরকারের ওপর তাঁদের আস্থা নেই। ফলে ভোট দিয়েও তাঁদের কোন ধরনের পরিস্থিতির পরিবর্তন হবেনা এটা তাঁরা ধরে নিয়েছেন। যার ফলে ভোট প্রদানের মাধ্যমে সরকার নির্বাচন থেকে বিরত থাকলো সদাই মোহন পাড়া। এই প্রতিবাদ থেকে সরকারকে শিক্ষা নিয়ে মানুষের চাহিদা পূরণে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। না হলে আজ যেভাবে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব থেকে সদাই মোহন পাড়া মুখ ঘুরিয়ে নিয়েছে হতে পারে একদিন এই রাষ্ট্রের দিকে অপরিচিত দৃষ্টিতে তাকিয়ে থাকবে লেংটি পরা মানুষগুলো।
What's Your Reaction?