পূর্বের অভিজ্ঞতা থেকে এবারের নির্বাচন দাগমুক্ত মোহনপুর মহকুমায়
নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবে স্বচ্ছ ভোট প্রক্রিয়া সম্পন্ন মোহনপুরে।
দ্যা ফ্যাক্ট :- গত লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য বিধানসভার সহ মোহনপুর বিধানসভা এলাকাতে প্রায় আধার ডর্জন পোলিং বুথে রিপুল হয়েছিল। এটি ত্রিপুরার নির্বাচনের ইতিহাসে অন্যতম ঘটনা ছিল। কিন্তু এই লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপের কারণে গোটা মোহনপুর মহকুমা এলাকা জুড়ে বড় ধরনের নির্বাচন সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়নি। এমনকি বিরোধীদের তরফেও সুনির্দিষ্ট কোন অভিযোগ আসেনি মোহনপুর মহকুমার তিনটি বিধানসভায় ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে।
কথায় বলে পুলিশ চাইলে মন্দিরের সামনে থেকে এক জোড়া চটিও চুরি করতে পারবেনা চোরেরা। ২০২৪ লোকসভা নির্বাচনে মোহনপুর মহাকুম এলাকাতে এই প্রবাদ বাস্তবায়িত করল পুলিশ। এদিন সকালেই তারাপুর স্কুলে ভোটগ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা নষ্ট করার দায়ী রঞ্জন দেবনাথকে আটক করে পুলিশ। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়। বেলা বাড়ার সাথে সাথে জগতপুর স্কুলে ভোট কারচুপির দায়ে দিলীপ দত্তকে আটক করেছে পুলিশ। অন্যদিকে গোপালনগর স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিল অনেকেই। সেই স্থানে ছুটে গেছেন মোহনপুর বিধানসভার এসিস্টেন্ট রিটার্নিং অফিসার সুভাষ দত্ত, এসডিপি ডঃ কমল বিকাশ মজুমদার সহ বিশাল আরাক্কা বাহিনী। তারপর পরিস্হিতি নিয়ন্ত্রণে আসে। গোটা এলাকাতে নির্বাচন কমিশন এবং পুলিশ আধিকারিকদের কঠোর মনোভাবের কারণে নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে মোহনপুর বিধানসভা এলাকার একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে রিপোল হয়েছিল। কিন্তু এইবার নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে এই বদনামের কামাইয়ের সুযোগ পাইনি দুষ্টচক্রীরা। যার ফলে গোটা মহকুমা জুড়ে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোন ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি বিরোধী দলগুলো। যা আক্ষরিক অর্থে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের ধন্যবাদ পাওয়ার দাবি রাখে।
What's Your Reaction?