৪ চুর সমেত চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ
গত ২৫ তারিখ শিবনগর এলাকায় নারায়ণ চন্দ্র পালের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার চোরকে। উদ্ধার করা হয়েছে প্রায় ৮০ শতাংশ স্বর্ণালংকার ও নগদ অর্থ।

দ্যা ফ্যাক্ট :-গত ২৫ তারিখ গভীর রাতে শিবনগর এলাকার এক বাড়ি থেকে প্রচুর পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ অর্থ চুরি করে চোরের দল। দন্তে নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ ৪ অভিযুক্ত সমেত চুরি যাওয়া স্বর্ণালংকার এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গত ২৫ তারিখ শিবনগর এলাকার নারায়ণ চন্দ্র পালের বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বাড়ির লোকেদের অনুপস্থিতে চুরির ঘটনা সংঘটিত হয়। এই বিষয়ে পূর্ব আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। প্রাথমিকভাবে সিসিটিভি(CCTV) ফুটেজ থেকে এক চোরকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। সদর এসডিপিও(SDPO) এবং পূর্ব আগরতলা থানা ওসি(OC) রানা চ্যাটার্জির নেতৃত্বে গঠিত হয় একটি টিম। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আকাশ দে নামে চোরকে সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানান অভিযুক্ত আকাশের বাড়ি দুর্গা বাড়িতে। তাকে গ্রেফতার করা হয়েছে বিশ্রামগঞ্জ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিন চোরের হদিস পায় পুলিশ। অভিযুক্তরা হল সায়ন সরকার, বাড়ি জয়নগর ইন্দিরা কলোনি, তাঁকে গ্রেফতার করা হয়েছে বটতলা থেকে ২) কৃষ্ণ নমঃ, তার বাড়ি রাজনগর, তাকে গ্রেফতার করা হয়েছে উষা বাজার থেকে ৩) লিপি বেগম, তাঁকে গ্রেফতার করা হয়েছে রাজনগর থেকে। অভিযুক্তদের জিজ্ঞাসা চালিয়ে প্রায় ৮০ শতাংশ সামগ্রিক উদ্ধার করা হয়ে গেছে বলে জানিয়েছেন এসপি ডঃ কিরণ কুমার কে। এখন পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে ৩.২৪ গ্রাম স্বর্ণ, মোবাইল ফোন এবং নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে উভিযুক্তদের রবিবার আদালতে পাঠানো হয়েছে। তবে বাকি সামগ্রী উদ্ধারের জন্য পুলিশ তাঁদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে। অভিযুক্ত আকাশ দে ইতিপূর্বেও চুরির অভিযোগে জেলে ছিল। গত ১৯ শে মার্চ জেল থেকে বের হয়েছে। তারপরই আবার চুরি কান্ডের সাথে যুক্ত হয়। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বাকি সামগ্রীগুলো উদ্ধার করার।
What's Your Reaction?






