কৃষকের চোখের জল ঝরালো মিধিলি
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-মিধিলির দাপটে কৃষি ক্ষেত্রে দারুন ক্ষতি হয়েছে মোহনপুর মহকুমা এলাকায়। ভেঙ্গেছে বসত ঘর। প্রভাবিত হয়েছে বিদ্যুৎ পরিষেবা।
মোহনপুর মহকুমা এলাকার হেজামারা আরডি ব্লক, মোহনপুর আর ডি ব্লক, বামুটিয়া আর ডি ব্লক, মোহনপুর পুর পরিষদ একায় ঝড় বৃষ্টির প্রভাবে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ সর্বাধিক। ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। ধান ঘরে তোলার আগেই ঝড় বৃষ্টির কারণে মাটিতে লুটিয়ে পড়েছে সমস্ত ধান। এছাড়া ফুল কফি, ছিম সহ বিভিন্ন সবজির ক্ষেত্রে বেশ ক্ষতি হয়েছে। হেজামারা ব্লক এলাকার প্রত্যন্ত এলাকাতে বাঁশ বেতের তৈরি ঘর ভেঙে লুটিয়ে পড়েছে। এলাকার বিধায়ক বৃষকেতু দেববর্মা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি দাবি করেন যে সমস্ত পরিবার এই ঝড়-বৃষ্টি কারণে প্রতি সম্মুখীন হয়েছে তাদের সহযোগিতায় এগিয়ে আসুক প্রশাসন। গোটা মহকুমা এলাকাতে শুক্রবার থেকেই বিদ্যুৎ পরিষেবাতে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টা পর শনিবার দুপুর নাগাদ পুনরায় বেশিরভাগ অঞ্চলেই বিদ্যুৎ পরিষেবা সচল হয়েছে। বিদ্যুৎ পরিবাহী তারে গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও রাতেই বিদ্যুৎ তার মেরামতিতে হাত লাগিয়েছে দপ্তরের কর্মীরা। মহকুমা এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ইতিমধ্যেই কর্মীরা মাঠে নেমেছে বলে জানা গেছে।
What's Your Reaction?