সরস্বতীর বাহন পরিবর্তন করে ময়ূর বানিয়ে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন

কার্তিকের বাহন সরস্বতীকে দিয়ে ধর্মীয় ছেলে খেলা বিধায়কের

Feb 14, 2024 - 15:16
Feb 14, 2024 - 15:31
 0  107
সরস্বতীর বাহন পরিবর্তন করে ময়ূর বানিয়ে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন
সরস্বতীর বাহন পরিবর্তন করে ময়ূরকে বসিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

দ্যা ফ্যাক্ট:-যুগের সাথে পাল্লা দিয়ে প্রায় সমস্ত কিছুতেই পরিবর্তন সাভাবিক। হয়তো এই পরিবর্তনের প্রভাবেই বিদ্যার দেবী সরস্বতীর বাহন বদলে দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। বুধবার সরস্বতী পূজা উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সেই পোস্টে সরস্বতী বাহন হাঁসকে পরিবর্তন করে ময়ূর বসিয়ে দিলেন শ্রী বর্মন।

                   হয়তো স্বর্গলোক থেকে দেবীর সরস্বতী নিজেও জানেন না পৃথিবীতে ওনার বাহন পরিবর্তন করার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সরস্বতি পূজাকে কেন্দ্র করে আরাধনার দিন সরস্বতী দেবীর বাহন নিজ হাতে পরিবর্তন করে দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। যুগ যুগান্তর ধরে যারা সরস্বতী ঠাকুরের বাহন হিসেবে হাঁসকে দেখে এসেছেন আজ তারাও ধোন্দে পড়ে গেছেন বিধায়কের এই পোস্টকে কেন্দ্র করে।

               এতদিন যাবত কার্তিক ঠাকুরের বাহন হিসেবে ময়ূরকে দেখা যেত। কিন্তু হঠাৎ করে কার্তিক ঠাকুরের বাহন পরিবর্তন করে সরস্বতী ঠাকুরের কাছে যেভাবে হস্তান্তর করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন তাকে কেন্দ্র করে বিধায়কের ধর্মীয় সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। একজন বিধায়ক হিসেবে এই ধরনের ধর্মীয় বিষয়কে নিয়ে ছেলে খেলা একেবারেই স্বাভাবিকভাবে নিতে চাইছেনা ধর্মপ্রাণ মানুষ। দাবি উঠেছে বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয়টিকে কেন্দ্র করে স্পষ্টিকরণ দিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow