বামুটিয়ায় পুতুল নাচের প্রশিক্ষণ নিলেন মহিলারা, লুপ্তপ্রায় শিল্পের পুনরুদ্ধারের উদ্যোগ

বামুটিয়া ব্লকের তালতলা গ্রাম পঞ্চায়েতে মহিলাদের পুতুল নাচ এবং পুতুল তৈরির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজস্থান থেকে আগত বিশেষজ্ঞরা পুতুল নাচ এবং তৈরির উপর প্রশিক্ষণ দিয়েছেন এলাকার ৩০ জন গৃহবধূকে।

Mar 29, 2025 - 22:14
 0  33
বামুটিয়ায় পুতুল নাচের প্রশিক্ষণ নিলেন মহিলারা, লুপ্তপ্রায় শিল্পের পুনরুদ্ধারের উদ্যোগ
২৫ দিনের প্রশিক্ষণ শেষে পুতুল নাচ দেখিয়ে তাক লাগিয়ে দিল প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরায় পুতুল নাচ আজ প্রায় লুপ্ত। একসময় পুতুল নাচ দেখানো বিনোদনের পাশাপাশি রোজকারের একটি পথ। কিন্তু এই শিল্প আজ আর দেখা যায় না বললেই চলে। তবে ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া এই শিল্পকে পুনরুদ্ধার করেছে বামুটিয়া আরডি ব্লকের টিআরএলএম(TRLM)। টানা ২৫ দিন ৩০ জন মহিলাকে পুতুল নাচ(puppet dance) এবং তৈরির উপর দেওয়া হয়েছে প্রশিক্ষণ। শনিবার হয়েছে এর সমাপ্তি। দাবি করা হচ্ছে এই পুতুল নাচ হতে পারে একটি বাড়তি রোজগারের সুযোগ।

                     বামুটিয়া ব্লকেরর টিআরএলমের উদ্যোগে মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি জারি রয়েছে। খাদ্য সামগ্রী তৈরি, টেডি বিয়ার তৈরি, ভার্মিকম্পোস্ট তৈরি সহ মহিলাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে-কলমে। ঠিক তেমনি একটি ব্যতিক্রমী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে পুতুল নাচ এবং পুতুল তৈরির উপর। বলা যায় এটি ত্রিপুরার একটি লুপ্তপ্রায় শিল্প। রাজস্থান থেকে আগত পুতুল নাচের ওপর বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ প্রদান করেছেন বামুটিয়া ব্লক এলাকার মহিলাদের। তালতলা গ্রাম পঞ্চায়েতে হয়েছে এই প্রশিক্ষণ। ২৫ দিন প্রশিক্ষণ গ্রহণের পর নিজেরাই শনিবার সমাপ্তি অনুষ্ঠানে পুতুল নাচিয়ে তাক লাগিয়েছেন সবাইকে।এই কর্মসূচি সম্পর্কে অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন বলেন মহিলাদের একটু বাড়তি রোজগার দিতে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু হয়েছিল। অত্যন্ত ভালো কাজ করেছে মহিলারা। আগামী দিনে এই পুতুল নাচের মাধ্যমে মহিলাদের একটি দারুণ রোজগারের সুযোগ হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস, বামুটিয়া ব্লকের বগডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow