R.K নগরে জমি দখল করল আত্মসমর্পণকারী জঙ্গিরা, সায় দিল রঞ্জিত

সম্প্রীতি আরকে নগর এলাকায় বিশাল পরিমাণ জমির দখল করে বসেছে আত্মসমর্পণকারী এটিটি এফ জঙ্গিরা। তাদের দাবি সরকারের সাথে চুক্তি মোতাবেক এই স্থানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই এলাকা পরিপ্রদর্শন করে দাবির স্বপক্ষেই‌সুর চড়ালেন প্রাক্তন এটিটিটিএফ সুপ্রিম তথা মোহনপুর ল্যান্ড এলোটমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা।

Mar 31, 2025 - 23:58
Apr 1, 2025 - 00:14
 0  31
R.K নগরে জমি দখল করল আত্মসমর্পণকারী জঙ্গিরা, সায় দিল রঞ্জিত
আর কে নগরে আত্মসমর্পণকারী বৈরিদের অবৈধ জমি দখলে সহযোগিতা যোগালেন ল্যান্ড অ্যালটমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ল্যান্ড এলোটমেন্ট(Land allotment) কমিটির চেয়ারম্যান হয়ে জনগণের স্বার্থকে গুল্লায় পাঠিয়ে আত্মসমর্পণকারী জঙ্গিদের(Extremist) অবৈধ জমি দখলে সিলমোহর দিতে তৎপর প্রাক্তন এটিটিএফ(ATTF) সুপ্রিমো রঞ্জিত দেববর্মা। আরকে নগরে বিগত তিনদিন যাবত অন্যের জমি দখল করে বসে আছি আত্মসমর্পণকারী বৈরীরা। সোমবার সেখানে গিয়ে তাদের পক্ষে ছাওয়াল করলেন রঞ্জিত।

                                 কথায় বলে 'কয়লাকে দুধ দিয়ে ধুলেও কয়লার রং কখনো সাদা হয় না'। রঞ্জিত দেববর্মার অবস্থা অনেকটা তাই। দীর্ঘ জীবন এটিটিএফ(ATTF) জঙ্গি নেতা হিসেবে পরিচিত রঞ্জিত দেববর্মা এখন জনপ্রতিনিধি। মোহনপুর মহকুমার ল্যান্ড এলোটমেন্ট কমিটির চেয়ারম্যানও তিনি। বিগত তিনদিন যাবত বোধজং নগর থানার অন্তর্গত আরকে নগকরে বিশাল জমির দখল করে বসেছে আত্মসমর্পণকারী এটিটিএফ সন্ত্রাসবাদীরা। তাদের দাবি দাবি এই এলাকাতেই তাঁদের পুনর্বাসন দিতে হবে। সোমবার এই এলাকাটি পরিদর্শন করেছেন রঞ্জিত দেববর্মা। কথা বলেছেন জমির দখলকারীদের সাথে। পাশাপাশি অবৈধভাবে জমির দখলদারদের বিরুদ্ধে কথা বলার পরিবর্তে তাদের পক্ষেই কথা বললেন রঞ্জিত। তিনি মোহনপুর মহকুমা শাসক (SDM)-কে জানিয়ে দিয়েছেন তিনি তাদের সাথে সংঘাতে যাবেন না। তবে মহকুমা শাসক সংঘাতে যাবে কিনা সেটা ওনার বিষয়। যতদূর খবর রঞ্জিত দেববর্মার পরামর্শ নিয়েই উনার প্রাক্তন সন্ত্রাসবাদী অনুগামীরা এই জায়গা দখল করে বসেছে। জানা গেছে এই জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। লাগানো রয়েছে কলা গাছ। অবৈধভাবে(Illegal) অনেকটা সন্ত্রাসী কায়দার ন্যায় জমি দখল নিয়েছে আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীরা। রয়েছে পুলিশ পাহারাও। আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। এলাকার সচেতন মানুষদের দাবি এই এলাকাতে কোনভাবেই আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন যাতে না দেওয়া হয় সেই বিষয়টি সুনিশ্চিত করুক প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow