প্রবীর শীল খুন কাণ্ডে অভিযুক্তদের দিয়ি ঘটনার পুনঃনির্রমাণ করাল পুলিশ
বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে পিকনিকের আসরে বসে নিজেদের মধ্যে ঝগড়া এবং বিবাদকে কেন্দ্র করে খুন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে তিন অভিযুক্ত গ্রেপ্তার। অভিযুক্তদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রবীর শীল খুন কাণ্ডে ঘটনার পুনর্নির্বাণ করল অভিযুক্তরা। তিন অভিযুক্তকে রিমান্ডে আনার পর শুক্রবার করা হয় পুনঃনির্মাণ।
বন্ধুরা পিকনিকের আসরে বসে শুরু হয় বাকবিতন্ডা। পরবর্তী সময়ে বিষয়টি রূপ নেয় আক্রমণের। ওই ঘটনার সময় প্রবীর শীলের অন্যান্য বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু প্রবীর শীল স্কুটি নিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছে বলে জানিয়েছে অভিযুক্তরা। এই ঘটনার মূল মাস্টারমাইন্ড শেখর তাঁতি জানায় ঘটনা স্হলে ঝগড়া হওয়ার পর সে প্রবীরকে কুড়হাল নিয়ে ধাওয়া করে। কিন্তু প্রবীরকে আঘাত করেনি সে। অন্যদিকে মৃতের বাবার অভিযোগ প্রবীর দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর তাকে বেধড়ক মারধর করেছে অভিযুক্তরা। এই ঘটনাতে শেখর তাঁতির সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তন্ময় ওরাং ও বিকাশ তাঁতি। শুক্রবার ঘটনা পুনর্নির্মাণে উদ্ধার করা হয়েছে কোড়হাল। পাশাপাশি অভিযুক্তরা এদিন অভিনয় করে দেখিয়েছে ঘটনার দিন কিভাবে গোটা ঘটনা সংঘটিত হয়েছিল। পরিবারের চরফে দাবি জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
অন্যদিকে পুলিশের বক্তব্য অভিযুক্তরা সমস্ত কথা সত্য বলছে এমনটা নাও হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে গোটা বিষয়ে পরিষ্কার হবে। পাশাপাশি অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এদিন ঘটনা পুনঃনির্মাণকালে উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ, বামুটিয়া ফাঁড়ি ওসি এন্থনি জমাতিয়া, লেফুঙ্গা থানার ওসির সহদেব দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?