স্ত্রীর দায়ের আঘাতে রক্তাক্ত স্বামী, চিকিৎসাধীন GBP হাসপাতালে

পারিবারিক ঝামেলায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে জখম করল স্ত্রী

May 23, 2024 - 03:05
 0  44
স্ত্রীর দায়ের আঘাতে রক্তাক্ত স্বামী, চিকিৎসাধীন GBP হাসপাতালে
স্ত্রীর দায়ের আঘাতে গুরুতর আহত অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন স্বামী।

দ্যা ফ্যাক্ট :- নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সাথে স্বামীর ঝামেলা। মারধর স্ত্রীকে। অবশেষে দা দিয়ে কুপিয়ে স্বামী সমেন্দ্র দেববর্মাকে গুরুতর যখন করল স্ত্রী। ঘটনা সিধাই থানার অন্তর্গত বড়কাঁঠালের বিদ্যালচলপাড়ায়। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন সমেন্দ্র।

              বুধবার দুপুরে ভাত খেতে বসেছিল সমেন্দ্র দেববর্মা। সেই সময় তার স্ত্রীর সাথে পারিবারিক কোন বিষয়কে কেন্দ্র করে ঝগড়া সৃষ্টি হয়। জানা গেছে সমেন্দ্র বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ড্রাগ সেবন সহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। এই দিন একসময় দুজনের তর্ক বিতর্ক আক্রমণের রূপ নেয়। জানা গেছে সমেন্দ্রের স্ত্রী দা দিয়ে কুপ দিয়েছে তাঁকে। এতে রক্তাক্ত হয়ে পড়ে সমেন্দ্র। তার চিৎকারে ছুটে আসে পরিবারের অন্যান্য লোকেরা। ঘটনা স্হলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সমেন্দ্র। গ্রামবাসী এবং পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে জিবিপি হাসপাতালে। তবে খবর লেখা পর্যন্ত পুলিশে কোন অভিযোগ দায়ের করা হয়নি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন সমেন্দ্র দেববর্মা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow