CAA-র প্রতিবাদে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের
উপজাতি এবং রাজ্যের স্বার্থে ত্রিপুরাতে CAA চায়না ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস।

দ্যা ফ্যাক্ট :- সিএএ ত্রিপুরাতে লাগু না করার দাবিতে মুখ্য সচিবের নিকট ডেপোটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংগঠনের তরফে প্রতিনিধি মোলক ডেপুটেশন প্রদান করা হয়।
সারাদেশে ইতিমধ্যেই সিএএ লাগু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এর আগে থেকেই বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে সিএএ লাগু করার বিরুদ্ধে আওয়াজ উঠেছে। বিশেষ করে ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ। ১৯৭১ সালের পর থেকে রাজ্যে ব্যাপক হারে অবৈধভাবে অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশ থেকে। ফলে মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা। এই অবস্থাতে রাজ্যের উপজাতি অংশের মানুষের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এদিন মুখ্য সচিবের নিকট সিএএ ত্রিপুরাতে লাগুন না করার জন্য দাবী জানানো হয়েছে বলে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব। এদিন সংগঠনের তরফে জানানো হয় রাজ্যের মানুষের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে সংগঠন এই উদ্যোগ গ্রহণ করেছে। না হলে রাজ্যের উপজাতি অংশের মানুষ আগামী দিনে আরো সংকটের মুখে পড়বে বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে। এইদিন নেতৃত্বরা স্পষ্টভাবে দাবী করেন ত্রিপুরাতে কোনভাবেই সিএএ লাগু করা চলবেনা।
What's Your Reaction?






