একাধিক দাবিতে লেম্বুছড়ায় মিছিল ও বাজার সভা বামেদের
জল,বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা গুলো সমাধানের দাবি বাম নেতৃত্বের।
দ্যা ফ্যাক্ট :- বুধবার সিপিআই(এম) লেম্বুরচড়া ও কামালঘাট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে কাজ, খাদ্য,পানীয় জল ও নিয়মিত বিদ্যুৎ পরিষেবার দাবিতে লেম্বুছড়ায় বাজারসভা করা শুধুহয়। বুধবার বিকেলে লেম্বু ছড়া স্হিত দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। বাজারে গিয়ে সমাপ্ত হয়েছে এই মিছিল। মিছিল শেষে অনুষ্ঠিত বাজার সভাতে বক্তব্য রাখেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। উনার বক্তব্যে দাবি করেন রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থান এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুক। এদিন সিপিআইএম কামালঘাট ও লেম্বুছড়া অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে টিওয়াই এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমুদ দেববর্মা
What's Your Reaction?