মন্ডল সভাপতির সহযোগিতায় বাঁচার পথ পেল এক পরিবার
মন্ডল সভাপতির মানবিক উদ্যোগে নতুনভাবে ঘুরে দাঁড়াবার সম্ভাবনা পেল এক পরিবার।
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-বিজেপি বামুটিয়া মন্ডল সভাপতি এক অসহায় মহিলাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। অসুস্থ স্বামীকে নিয়ে আর্থিকভাবে সমস্যা গ্রস্ত এই গৃহবধূ তার পরিবার প্রতিপালনে সমস্যার সম্মুখীন ছিলেন। মেয়ের পড়ার বই সমেত ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য নগদ ১০ হাজার টাকা গৃহবধুর হাতে তুলে দিলেন মন্ডল সভাপতি বিজু পাল।
বামুটিয়া বিধানসভার বেড়ীমুড়ার নিবাসী নিখিল দাস কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে শারীরিকভাবে অসুস্থ। ফলে দুই মেয়েকে নিয়ে পরিবার প্রতিপালনের দায়ভার এসে পড়ে উনার স্ত্রী সুপ্রিয়া দেববর্মা দাসের উপর।
ছোট্ট একটি দোকান ছিল তাঁদের। সেটিও অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার এলাকায় গিয়ে গৃহবধূর হাতে মেয়ের পড়াশোনার জন্য সমস্ত বই তুলে দিলেন বিজু পাল। এর পাশাপাশি পুরানো দোকান পুনরায় শুরু করার জন্য উনার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দিলেন তিনি। এরপরেও যদি আরও সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সে ক্ষেত্রে তিনি পিছপা হবেন না বলে আশ্বাস দেন। মন্ডল সভাপতির এই মানবিক ভূমিকা আপ্লুত এলাকার মানুষ।
What's Your Reaction?