বামুটিয়ায় শ্রমিক নেতা পানুকে ভারাক্রান্ত গলায় স্মরণ করলেন বাম নেতারা

বাবুটিয়ায় সুধাময় মজুমদারের (পানু) স্বরণসভায় স্মৃতিচারণ ওনার কর্ম ও রাজনৈতিক জীবনী

Aug 20, 2023 - 02:36
Aug 20, 2023 - 13:16
 0  49
বামুটিয়ায় শ্রমিক নেতা পানুকে ভারাক্রান্ত গলায় স্মরণ করলেন বাম নেতারা

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-সিপিআই(এম) দল থেকে শ্রমিক নেতা হিসেবে সর্বাধিক পরিচিত প্রয়াত সুধাময় মজুমদারের (পানু) স্মরণসভা অনুষ্ঠিত হয় বামুটিয়ার রথখোলা স্হিত নাট মন্দিরে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমেত অন্যান্যরা।

                ত্রিপুরা রাজ্যের রাজ্যের চা বাগান গুলোতে সিপিআইএম দলের ভিত মজবুত করার ক্ষেত্রে সুধাময় মজুমদারের কৃতিত্ব দল আজো অস্বীকার করতে পারলো না। রাজনীতিতে বিশেষ করে শ্রমিক আন্দোলনে অন্যতম নাম ছিল সুধাময় মজুমদার ওরফে পানু। রাজ্যের চা বাগান গুলিতে শ্রমিক নেতা হিসেবে বেশ কদর ছিল উনার। তিনি নিজ হাতে গড়ে তুলেছিলেন দুর্গা বাড়ি চা বাগান। আজ দুর্গা বাড়ির চা বাগানের খ্যাতি বিদেশ পর্যন্ত রয়েছে। বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বামুটিয়া রাঙ্গুটিয়া গ্রামের নিবাসী ছিলেন সুধাময় মজুমদার। এদিন স্মরণ সভাতে ওনার জীবনী এবং রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায় রতন দাস, প্রণব দেববর্মা এবং অন্যান্যরা। এদিন সুধাময় মজুমদারের স্মরণ সভাতে মানিক সরকার বলেন তিনি প্রথম জীবনে স্বামী বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। পরবর্তী সময়ে মার্কসবাদের বিভিন্ন বই পড়া, বিভিন্ন সভাতে নেতাদের ভাষণ শুনার মধ্য দিয়ে বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত হন। যখন ত্রিপুরা রাজ্যের চা গৌহাটি অকশন মার্কেটে কোন কদর পেতো না সেই সময় ত্রিপুরার চা শিল্পের হাল ধরেছিলেন সুধাময় মজুমদার। উনার নেতৃত্বে দুর্গাবাড়ির চা বাগান গড়ে ওঠার পাশাপাশি গোটা ত্রিপুরা রাজ্যে গুণগত মান সম্পন্ন চা পাতা উৎপাদন শুরু হয়েছিল। যার মধ্য দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারগুলোতে ত্রিপুরার চা জায়গা করে নিতে পেরেছে। স্মরণ সভা থেকে দলীয় নেতৃত্বের আহ্বান সুধাময় মজুমদারের আদর্শকে পাথেয় করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের জীবন ধারাতে উনার আদর্শকে প্রতিফলিত করে তোলার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow