নির্মীয়মান প্রতিমা ভাঙচুরের ঘটনায় ২৪ ঘন্টা অতিক্রান্ত, অধরা অভিযুক্তরা

Sep 14, 2025 - 23:51
 0  12
নির্মীয়মান প্রতিমা ভাঙচুরের ঘটনায় ২৪ ঘন্টা অতিক্রান্ত, অধরা অভিযুক্তরা
নির্মীয়মান প্রতিমা ভাংচুর করে অবাধে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- লীবাজারে নির্মীয়মান প্রতিমা ভাঙচুরের ঘটনায় কোন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। ঘটনা ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযুক্তরা অধরা থাকায় ক্ষুব্ধ স্থানীয় জনতা। প্রশ্ন উঠছে অভিযুক্তরা আদৌ পুলিশের ধরাছোঁয়ায় আসবেতো?

শুক্রবার গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার এলাকায় প্রতিমা শিল্পী তপন সরকারের নির্মীয়মান দুর্গা প্রতিমা ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা। সকালে এই বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনা স্হলে আসে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীর তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। কিন্তু ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এই মামলায় কোন অভিযুক্তকে চিহ্নিত করতে পারল না পুলিশ। প্রাথমিকভাবে এই ঘটনাটিকে সাম্প্রদায়িক প্রতিহিংসা ধারণা করা হলেও বাস্তবের সাথে তার কোন ধরনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। তবে দুটি বিষয় ইতিমধ্যেই সন্দেহের আওতায় রয়েছে স্থানীয়দের। 

১) কিছুদিন পূর্বে প্রতিমা শিল্পী তপন সরকারের কাছে দুর্গা প্রতিমার নির্মিত মাথা কিনতে চেয়েছিলেন কতিপয় প্রতিমা ব্যবসায়ী। কিন্তু তিনি সেই মাথা বিক্রি করতে রাজি হননি। গেল বছর ও এই ভাবেই কতিপয় ব্যক্তি প্রতিমির মাথা ক্রয় করতে চেয়েছিলেন। সেই সময় তিনি সম্মতি প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে এই চক্র ইরসার কারণে উনার এই ক্ষতি সাধন করতে পারেন। 

২) সাম্প্রতিক কালে বামুটিয়া এলাকাতে নিজেদের হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য হিসেবে দাবি করে কতিপয় বখাটে যুবক এলাকাতে হকারী করতে আশা সংখ্যালঘু সম্প্রদায়ের দুই ব্যক্তিকে প্রচন্ড মারধর করে। এমনকি তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা মুক্তিপণ বাবদ আদায় করে এই যুবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ যতদূর জানা গেছে তাদের এই ঘটনার পেছনে হিন্দুত্ববাদী কোন সংগঠন জড়িত নয়। শুধু সংগঠনের নাম ভাঙ্গিয়ে এই অপকর্মগুলো করছে তারা। তাদের এই অপকর্মের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে এই ধরনের ঘটনা এই বখাটে যুবকরা সংগঠিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

                  যদিও এখন পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোন অভিযুক্তকে পুলিশ ন্যূনতম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারেনি। স্থানীয় সচেতন মহল থেকে দাবি উঠছে যদি পুলিশ এই ঘটনাকে হালকা ভাবে নেয় তাহলে অবশ্যই গন আন্দোলন গড়ে তোলা হবে গোটা এলাকা জুড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow