কালীবাজারে দ্বিতল মার্কেট সেডে নিম্নমানের ছাদ নির্মাণ, ছাদ ভেঙ্গে নতুন ছাদ নির্মাণের দাবি
নির্মাণ কাজে অনিয়মকে ঘিরে শুরুতেই ছাদ ভেঙে পরার সম্ভাবনা প্রকাশ স্থানীয়দের
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-কালীবাজারে নির্মীয়মান মার্কেট সেডের অত্যন্ত নিম্নমানের কাজকে ঘিরে হতাশ ব্যবসায়ী থেকে সাধারণ মহল। ছাদ ঢালাই দেবার মত গুরুত্বপূর্ণ কাজে বালি পরিষ্কার না করে, উপযুক্ত অনুপাতে সিমেন্ট প্রয়োগ না করে, ছাদ ঢালাই করার মত তথ্য প্রমান উঠে এসেছে। ঠিকেদারের এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীরা।
সরকারি নির্মাণ কাজকে ব্যবহার করে অর্থ লুটেপুটে খাওয়ার অভ্যাসটা যখন দীর্ঘদিনের হয় তা সহজেই ছাড়তে চায় না ঠিকেদারেরা। বামুটিয়া ব্লকের অন্তর্গত কালীবাজারে একটি দ্বিতল মার্কেট সেড নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজে ছাদ ঢালাইয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শুরু হয়েছে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকা বাসী।
দেখা গেছে ছাদ ঢালাই দেওয়ার জন্য যে বালি ব্যবহার করা হচ্ছে সেগুলো পরিষ্কার না করেই ব্যবহার করছে নির্মাণ শ্রমিকরা। অথচ এই ধরনের কাজে বাড়িঘর থেকে শুরু করে সর্বত্র বালি পরিষ্কার করে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়। কিন্তু কালীবাজারের দ্বিতল মার্কেট সেড নির্মাণ এক্ষেত্রে দেখা গেল এই অনিয়ম।
অন্যদিকে ছাদ ঢালাইয়ের সময় ব্যবহৃত পাথর না ধুয়ে সরাসরি ব্যবহার করা হয়েছে। তার ওপর পর্যাপ্ত রেশিওতে সিমেন্ট প্রয়োগ করা হয়নি বলে অভিযোগ। ফলে এই মার্কেট সেডের গুণগতমান নিয়ে এখন থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। দাবি উঠেছে সঠিক গুণগতমান বজায় না রেখে নির্মাণ কাজ করায় এই ছাদ ভেঙ্গে পুনরায় ছাদ তৈরির করার।
What's Your Reaction?