পর্ষদ পরিচালিত পরীক্ষায় সাফল্য প্রাপক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও নতুন ভোটারদের মোহনপুরে সংবর্ধনা প্রদান

শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং নতুন ভোটারদের সম্মাননা প্রদান

Jun 25, 2023 - 11:57
 0  26
পর্ষদ পরিচালিত পরীক্ষায় সাফল্য প্রাপক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও নতুন ভোটারদের মোহনপুরে সংবর্ধনা প্রদান

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-মোহনপুরে পর্ষদ পরিচালিত পরীক্ষায় পাস করা সমস্ত শিক্ষার্থী, ১০০ শতাংশ পাশ করার সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষক এবং নতুন ভোটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শনিবার মোহনপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
                মোহনপুর বিধানসভা এলাকায় যে সমস্ত নতুন ভোটাররা এই বছর ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছে তাদের সবাইকে সংবর্ধনা প্রদান করা হয়। মোহনপুরের বিধায়ক রতনলাল নাথের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা  হয়। অনুষ্ঠানে মোহনপুর বিধানসভা এলাকার যে সমস্ত বিদ্যালয়ে পর্ষদ পরিচালিত পরীক্ষায় ১০০ শতাংশ শিক্ষার্থীরা পাস করেছে ঐ সমস্ত বিদ্যালয়ের কর্তৃপক্ষকে সংবর্ধনা দেউয়া হয়। এছাড়াও পর্ষদ প্রচলিত পরীক্ষায় কৃতকার্য হওয়া সমস্ত শিক্ষার্থীদের এদিন সংবর্ধনা জানান রতন লাল নাথ।

মন্ত্রী বলেন শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানুষ হওয়া শিক্ষা গ্রহণ করতে হবে। যে শিক্ষার মধ্য দিয়ে আগামী দিনের ভারত নির্মাণ হবে। তিনি আহ্বান করেন বর্তমানে যারা নতুন প্রজন্মের রয়েছে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর রাষ্ট্র গঠনে, রাজ্য গঠনে সদর্থক ভূমিকা গ্রহণের। মন্ত্রী  আরো আহ্বান করেন নেশার দিকে কোনোভাবেই আসক্ত না হওয়ার জন্য। যুব শক্তিকে মজবুতির সঙ্গে ধরে রাখতে প্রত্যেকটা ছেলে মেয়ে ড্রাগসকে আলবিদা বলার সময় এসেছে বলেও দাবি করেন তিনি। আগামী দিনে একজনও যাতে ড্রাগসের নেশায় আসক্ত না হয় তার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ‌ধ্যক্ষ জয় লাল দাস, মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ এবং অন্যান্যরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow