"ডিজিটাল মার্কেটিং এবং আইসিটি টুলস ফর এগ্রিকালচার এক্সটেনশনের" শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

সারা পৃথিবীর সাথে পা মিলিয়ে রাজ্যের কৃষি জগতে ডিজিটাল মার্কেটিং এক দারুন সংযোজন

Jun 24, 2023 - 13:15
 0  93
"ডিজিটাল মার্কেটিং এবং আইসিটি টুলস ফর এগ্রিকালচার এক্সটেনশনের"  শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

দ্যা ফ্যআক্ট ব্যুরো:-অরুন্ধতিনগর কৃষি উপঅধিকর্তার কার্যালয়ে চার দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয় শুক্রবার। বিগত চারদিন যাবত "ডিজিটাল মার্কেটিং এবং আইসিটি টুলস ফর এগ্রিকালচার এক্সটেনশনের" উপর এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
            সারা পৃথিবীতে এই সময়ে ডিজিটাল মার্কেটিং এক রেভুলেশন নিয়ে এসেছে। একই সাথে এই জগত থেকে কৃষি ক্ষেত্রও দূরে থাকতে পারেনি। পৃথিবীতে সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজারের দেশ ভারতে কৃষিক্ষেত্রে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগাতে পারলে কৃষি জগতে আগামী দিনে এক বড় সাফল্য আসাটা শুধু সময়ের অপেক্ষা।

এক্সটেনশন এডুকেশন ইনস্টিটিউট (এন ই রিজন) আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির উদ্যোগে গত ২০ জুলাই থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অধিকর্তা টি সমিতি সুরজিৎ রায়, কৃষি উপঅধিকর্তা ডঃ উত্তম সাহা, কৃষি বিজ্ঞানী ডঃ চিত্তরঞ্জন ডেকা, মধুমিতা দত্ত এবং কিশোর সাইকিয়া। এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মোট ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow