হিট এন্ড রান আইনের সুফল,দুর্ঘটনায় আহত বাইক চালককে হাসপাতালে নিল গাড়ি চালক

বামুটিয়ায় দুর্ঘটনায় আহত বাইক চালককে হাসপাতালে নিল গাড়ি চালক। আক্রমণের নয় সহযোগিতা করার স্থানীয়রা।

Jan 18, 2024 - 04:18
 0  150
হিট এন্ড রান আইনের সুফল,দুর্ঘটনায় আহত বাইক চালককে হাসপাতালে নিল গাড়ি চালক
আগরতলা বামুটিয়া সড়কে বাইক এবং যাত্রীবাহী জিপের মধ্যে সংঘর্ষ। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-আগরতলা বামুটিয়া সড়কের বাবুটিয়া ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় গাড়ি এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনা স্হলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ি পুলিশ।

           হিট এন্ড রান আইনের প্রভাব পরিলক্ষিত হল আগরতলা বামুটিয়া সড়কে। বুধবার বামুটিয়া ইলেকট্রিক অফিসের সামনে একটি যাত্রীবাহী কমান্ডার জিপ এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে গুরুত্বর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইক চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় জিপ চালক নিজে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে বাইক এবং দুর্ঘটনা গ্রস্থ গাড়ি উদ্ধার করে নিয়ে যায়।

                   স্থানীয়রা এইদিন গাড়ি চালককে কোন ধরনের মারধর এবং আক্রমণে পরিবর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উল্লেখ্য এই এলাকাতে যান দুর্ঘটনা ঘটার পর কোন গাড়ি চালক সম্ভবত এই প্রথম আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিল। স্থানীয়দের দাবি হিট এন্ড রান যে আইন আনা হয়েছে তার সুফল এই দিন ভোগ করল আহত বাইক চালক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow