বীরমোহনে অবৈধ বালির ঘাটে হানা, বাজেয়াপ্ত ৩ টি বালি তোলার ইঞ্জিন

মহকুমা প্রশাসন এবং পুলিশ যৌথ ভাবে বীর মোহন এলাকায় অবৈধ বালি তোলার ঘাটে অভিযান চালায়

Feb 8, 2024 - 04:27
Feb 8, 2024 - 04:31
 0  45
বীরমোহনে অবৈধ বালির ঘাটে হানা, বাজেয়াপ্ত ৩ টি বালি তোলার ইঞ্জিন
মোহনপুর মহাকুমা প্রশাসন এবং পুলিশ বীর মোহন এলাকা থেকে অবৈধভাবে পালিয়ে তোলার তিনটি ইঞ্জিন বাজেয়াপ্ত করে। ছবি- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-বালি দস্যুদের অবৈধ আস্তানায় হারায় দিল মোহনপুর মহকুমা প্রশাসন। বীরমোহন এলাকায় অবৈধভাবে বাড়ে তোলার কাজে ব্যবহৃত ৩ টি ইঞ্জিন বাজেয়াপ্ত করলে মহকুমা প্রশাসন। বুধবার এই এলাকাতে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়ার পাশাপাশি আগামী দিনে এই অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা শাসক সুভাষ দত্ত।

                  বিভিন্ন এলাকাতে অবৈধভাবে ছড়া নদী থেকে বালি তুলে নিচ্ছে বালি ব্যবসায়ীরা। মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত লেফুঙ্গা ব্লকের অধীন বীর মোহন এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালি তুলে যাচ্ছে কতিপয় অবৈধ ব্যবসায়ী। ফলে ব্যাপক প্রভাবিত হয়েছে যাতায়াতের রাস্তা এবং চাষের জমি। এই সমস্যা নিরসনে অবশেষে মাঠে নামলো মহকুমা শাসক। বুধবার এই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি তোলার ক্ষেত্রে ব্যবহার করা তিনটি ইঞ্জিন বাজেয়াপ্ত করা হয়। এই দিন মহকুমা শাসক জানান এই এলাকাতে বিনা অনুমতিতে অবৈধভাবে বালি তোলার কাজে ব্যস্ত ছিল বালি দস্যুরা। তাদের বিরুদ্ধে এই দিন যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী দিনেও এলাকাতে এই ধরনের উদ্যোগ জারি থাকবে বলে জানান মহকুমা শাসক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow