গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর, আগুনে পুড়লো অউপজাতিদের বাড়িঘর ও দোকান

পরমেশ্বর রিয়াং খুন, বাঙালীদের দোকানপাট বাড়িঘরে আগুন, প্রদ্যুতের সহানুভূতি জুটলো না অউপজাতিদের।

Jul 14, 2024 - 03:56
Jul 14, 2024 - 13:29
 0  42
গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর, আগুনে পুড়লো অউপজাতিদের বাড়িঘর ও দোকান
গন্ডা ছড়ায় পরমেশ্বর রিয়াং-এর বাড়িতে প্রদ্যুৎ এর গলায় ক্ষতিগ্রস্ত বাঙালীরা উপেক্ষিত।

দ্যা ফ্যাক্ট :- প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা একেবারেই সাম্প্রদায়িক নন! গন্ডাছড়ায় রাতের আঁধারে বাঙালী অধ্যুষিত অঞ্চলে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দেওয়া হলো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রায় ৫০ টি বাঙালী পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে আমরা বাঙালীর তরফে। কিন্তু প্রদ্যুতের সমবেদনা পেল শুধুমাত্র নিহত পরমানন্দ রিয়াং এর  পরিবার। গ্রেফতারের দাবী জানালো খুনিদের। কিন্তু বাঙালীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঘরবাড়িতে অগ্নিসংযোগ কারীদের শাস্তির দাবি করলনা অসাম্প্রদায়িক প্রদ্যুৎ।
             গত দুদিন আগে একটি মেলাতে জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় পরমেশ্বর রিয়াং এর সাথে কতিপয় ব্যক্তির ঝগড়া সৃষ্টি হয়। সেই সময় তাঁদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় বিদ্যুতের তারের উপর ছিটকে পড়ে পরমেশ্বর। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় জিবিপি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে সে। এই ঘটনাকে কেন্দ্র করে ৭ তারিখ রাতেই গন্ডাছড়া এলাকায় বাঙালীদের উপর আক্রমণের চেষ্টা করা হয়। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে গন্ডাছড়ার বাঙালী অধ্যুষিত এলাকাতে বিভিন্ন দোকানপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় উপজাতিদের বিরুদ্ধে। আরো অভিযোগ এই আক্রমণে স্থানীয়দের পাশাপাশি বহিরাগতরাও অংশ নেয়। পুলিশের ব্যর্থতাকে পুঁজি করে এই ধরনের আক্রমণ সংগঠিত হয়েছে গন্ডাছড়াতে। শনিবার নিহত পরমেশ্বরের বাড়িতে গেলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। এদিন তিনি পরমেশ্বরের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি কথা বলেছেন স্থানীয়দের সাথে। প্রয়াত পরমেশ্বরকে শ্রদ্ধা জানিয়েছেন প্রদ্যুৎ। পরবর্তী সময়ে এই ধরনের উশৃংখল এবং আক্রমণ ঘটনা না করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। কিন্তু ক্ষতিগ্রস্ত বাঙালী পরিবারদের সাথে সাক্ষাৎ করলেন না তিনি। যারাই পরমেশ্বর রিয়াংকে খুন করেছে তাঁদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন প্রদ্যুৎ। অথচ যে সমস্ত বাঙালী পরিবারকে সঙ্ঘবদ্ধ আক্রমণে ব্যাপক ক্ষয় ক্ষতি করা হয়েছে তাঁদের জন্য কোন ধরনের সমবেদনা ছিলনা তথাকথিত অসাম্প্রদায়িক প্রদ্যুতের কন্ঠে। স্থানীয় জনতার দাবি পরমেশ্বর রিয়াং এর মৃত্যুর পেছনে যারাই দায়ী তাঁদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আক্রমণকারীদের বিরুদ্ধেও সঠিক পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow