মেরি মিট্টি মেরে দেশ শীর্ষক কর্মসূচি মোহনপুর মহকুমাতে সফলভাবে অনুষ্ঠিত হয়
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-"মেরে মিট্টি মেরি দেশ"এই স্লোগানকে সামনে রেখে মোহনপুর মহকুমা এলাকায় শুক্রবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মাটি নিয়ে প্রদক্ষিণ করা এবং বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচি পালন করা হয়। এদিন মোহনপুর ব্লকের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মাটি ভর্তি কলস নিয়ে পরিক্রমার মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষ মোহনপুর ব্লক চত্বরে সমবেত হয়। সেখানে মন্ত্রীরা রতন লাল নাথ গ্রামবাসীর কাছ থেকে মাটি ভর্তি কলস গ্রহণ করেন। অন্যদিকে মোহনপুর পুর পরিষদ এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করার পর সেই মাটি আনা হয় পুর পরিষদ প্রাঙ্গণ। দুই স্থানেই উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। অন্যদিকে বামুটিয়া ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েত থেকে কলশিতছ করে মাটি আনা হয় বামুটিয়া ব্লক প্রাঙ্গনে। এই ব্লগ থেকে স্বদেশী চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে এলাকার মানুষ এক শুভযাত্রায় অংশগ্রহণ করেন। মোহনপুরের দুটি অনুষ্ঠানে মন্ত্রী পাশাপাশি মনপুর পুরো পরিষদের চেয়ারপারসন রিনা দেবনাথ, নুরপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মাউন্ট এ ব্লক অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য পাপিয়া দাস নন্দী এবং অন্যান্যরা।
What's Your Reaction?