রাজনৈতিক হিংসার খুন হওয়া পরিবারের সদস্যকে চাকরি দেবে সরকার:রতন
রাজনৈতিক হিংসায় নিহতের পরিবারের দেখছে আশার আলো
দ্যা ফ্যাক্ট:-৯ মার্চ ২০১৮ সালের আগ পর্যন্ত রাজ্যে যে সমস্ত রাজনৈতিক খুন হয়েছে তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিলেন মন্ত্রীরা রতন লাল নাথ।
ছোট্ট রাজ্য ত্রিপুরাতে রাজনৈতিক হিংসার কারণে বহু প্রাণ অকালে ঝরে গেছে। ফলে অনেক পরিবার হারিয়েছে ছেলে, অনেকে হারিয়েছে স্বামী অথবা বাবা। এই পরিবারগুলোর পাশে সরকার সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়াবার ঘোষণা পূর্বেই দিয়েছিল। সেই ঘোষণা এবার বাস্তবায়িত হতে চলছে। মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্য সরকারের তরফে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার,তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকার চাইছে ২০১৮ সালের আগে পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক হিংসার কারণে মানুষের প্রাণহানি হয়েছে সে সমস্ত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এই সময়ের মধ্যে যে কোন দলের রাজনৈতিক নেতা কর্মীরা খুন হয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবারকে এই সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে যে সমস্ত পরিবার রাজনৈতিক হিংসায় আপনজন দের হারিয়ে পথে নেমেছিল তারা আজ বেঁচে থাকার এক নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।
What's Your Reaction?