হেজামারায় ADC ভিলেজে রেগার মজুরির দাবিতে ঝুলো তালা, হয়রানির শিকার সাধারণ মানুষ

রেগার প্রাপ্য বুঝে নিতে এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে আন্দোলন কর্মসূচি হেজামারা ব্লক এলাকায়

Feb 4, 2024 - 02:09
 0  15
হেজামারায় ADC ভিলেজে রেগার মজুরির দাবিতে ঝুলো তালা, হয়রানির শিকার সাধারণ মানুষ
এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি করে রেগার মজুরির দাবি। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- শনিবার দিনভর রেগার মজুরি দাবিতে হেজামারা ব্লক এলাকার সমস্ত এডিসি ভিলেজ তালা বন্ধ করে রাখল তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা। রেগার শ্রমিকদের পাশে নিয়ে দলীয় নেতৃত্বরা এই দিন ভিলেজ কমিটিগুলো তালা বন্ধ রেখে দাবী করলেন অতিসত্বর শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে।

               বিগত দুই মাস যাবত হেজামারা ব্লক এলাকায় যে সমস্ত শ্রমিকরা এমজি এন রেগার কাজ করেছেন তাঁদের মজুরি প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ। অতিসত্বর শ্রমিকদের মজুরি প্রদানের দাবিতে শনিবার হেজামারা ব্লকের ২১ টি এডিসি ভিলেজের তালা খুলতে দেয়নি আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ রেগার কাজ করার পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হচ্ছে না। প্রতিবাদস্বরূপ এডিসি ভিলেজে তালা বন্ধ করে রাখার পর যদি দাবি পূরণ না হয় ব্লক তালা বন্ধ করার পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দিল আন্দোলনকারীরা। এদিকে রেগার শ্রমিকদের মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে সমস্ত এডিসি ভিলেজে তালা বন্ধ থাকায় এলাকার সাধারণ জনতা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন শনিবার। একশ্রেণীর সুবিধার জন্য এলাকার সমস্ত শ্রেণীর মানুষের সমস্যা তৈরি করা কোনভাবেই যুক্তিসঙ্গত হিসেবে মেনে নেয়নি স্থানীয় মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow