মোহনপুর মহকুমায় নির্বিঘ্নে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচন
মোহনপুর মহকুমার দুটি ব্লকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করলো ভোটাররা।
দ্যা ফ্যাক্ট : অভিযোগহীন বামুটিয়া এবং মোহনপুর ব্লকের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হলো। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা হাজির হয়েছিল ভোটাধিকার প্রয়োগ করতে। খবর লেখা পর্যন্ত মোহনপুর ব্লকে ভোট পড়েছে ৮৬.২২ শতাংশ। বামুটিয়া ব্লকে বিকেল চারটা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.১৫ শতাংশ। নির্বাচন কমিশনের তরফে ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ মানুষ এদিন সকাল থেকেই ভোট দিতে ভিড় জমিয়েছিলেন। পঞ্চায়েতের ভোট প্রক্রিয়াকে কেন্দ্র করে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস দাবি করেন এই ভোটে একটি শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হবে। যার মাধ্যমে সার্বিক উন্নয়ন দারুণভাবে কার্যকর হবে গোটা রাজ্যে। ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে পরিদর্শন করলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, অবজারভার সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা।
What's Your Reaction?