পাচার-বানিজ্য রোধে সাফল্য সীমান্ত রক্ষী বাহিনীর

বিভিন্ন নেশা সামগ্রী সমেত ৩,৩০,৩৯৮ টাকার পাচার সামগ্রী আটক

Dec 9, 2023 - 05:01
 0  41
পাচার-বানিজ্য রোধে সাফল্য সীমান্ত রক্ষী বাহিনীর
সীমান্তে প্রচার বানিজ্য রোধে BSF-র সাফল্য

দ্যা ফ্যাক্ট:-গোটা ত্রিপুরা রাজ্যে পাচার বাণিজ্য রোধে ব্যাপক সাফল্য পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। আটক করা হয়েছে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, চিনি সহ অন্যান্য পাচার সামগ্রী।

                 ভারত বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়ার কাজ সমাপ্ত হলেও পাচার চক্র‌ নিয়মিত পাচার বাণিজ্যের মাধ্যমে রোজগার করে যাচ্ছে। একই সাথে পাল্লা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরাও প্রতিদিন পাচার বানিজ্য রোধে দারুন সাফল্য পাচ্ছে। শুক্রবার শাল বাগান বিএসএফ থেকে জানানো হয়েছে গোটা ত্রিপুরা রাজ্যে সীমান্ত রক্ষী বাহিনী পাচার বাণিজ্য রোধে যে পদক্ষেপ গ্রহণ করেছে তার ফলে আটক করা হয়েছে ফেনসিডিল ১০০ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৬৫ টি এবং চিনি ৩৭৫ কিলো। এছাড়াও প্রায় ৩,৩০,৩৯৮ টাকার বিভিন্ন পাচার সামগ্রী সামগ্রীর আটক করতে সক্ষম হয়েছে সীমান্তরক্ষী বাহিনী। যদিও এই ঘটনার সাথে জড়িত থাকার দায়িত্ব কোন পাচারকারীকে আটক করতে পারেনি সীমান্ত রক্ষী বাহিনী। প্রতিদিন ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে যে পরিমাণ নেশা সামগ্রী এবং বিভিন্ন জিনিস প্রচার হচ্ছে তার সাথে উদ্ধার বা আটকের সমঞ্জস্য নেই। প্রয়োজন পাচারকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের। যার মধ্য দিয়ে নির্মূল হতে পারে এই পাচার বাণিজ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow