বামুটিয়া ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় সবকটি আসনে জয়ী বিজেপি
বামুটিয়া ব্লকে বিজেপি ২০৯ টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী।

দ্যা ফ্যাক্ট: ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় সবকটি আসনে জয়ী হয়েছে বামুটিয়া ব্লকে। দুটি আসনে শরিক দল তিপ্রামাথার সাথে হবে বন্ধুত্বপূর্ণ লড়াই। পঞ্চায়েত সমিতির ১৩ টি আসন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী হয়েছে বিজেপি। এদিকে তিপ্রা মথা বিজেপির সাথে আসন সমঝোতায় ৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।।
এবারের পঞ্চায়েত নির্বাচনে শরিক দল ত্রিপুরা মোথা এবং বিজেপি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। বামুটিয়া ব্লকের অন্তর্গত ২০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মোট ২১৪ টি আসন সংখ্যা রয়েছে। এরমধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ২১২ টি আসনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২০৯ টি আসনে। অন্যদিকে শরীক দল তিপ্রামথা প্রার্থী দিয়েছে মোট ৫ টি আসনে। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ৩ টি আসনে। বাকি দুটি আসনে বিজেপি এবং ত্রিপ্রা মথা বন্ধুত্বপূর্ণ লড়াই করবে বলে জানিয়েছেন বামুটিয়ার মন্ডল সভাপতি বিজু পাল। অন্যদিকে রিটার্নিং অফিসার অমিতাভ ভট্টাচার্য আরো জানান পঞ্চায়েত সমিতির ১৩ টি আসনের মধ্যে বিজেপি সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা পাওয়ার পরই জয়ের আনন্দে পথে নামল শাসকদল বিজেপি। বামুটিয়া ব্লক চত্বরে এই বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
What's Your Reaction?






