গভীর রাতে বাজানো সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত, মামলা নিল NCC থানা

এনসিসি থানা এলাকাতে রাত ১০ টার পর উচ্চস্বরে মাইক বাজানোর দায়ে বাজেয়াপ্ত হল সাউন্ড সিস্টেম। তিন জনের বিরুদ্ধে মামলা নিল পুলিশ।

Jan 4, 2025 - 23:16
Jan 5, 2025 - 22:03
 0  23
গভীর রাতে বাজানো সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত, মামলা নিল NCC থানা
গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান বাজানোর দায়ে বাজেয়াপ্ত সাউন্ড সিস্টেম। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট ‌:- গভীর রাতে উচ্চস্বরে মাইক বাজানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল এনসিসি থানার পুলিশ। রাত ১০ টার পর উচ্চস্বরে মাইক বাজানোর ফলে বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন সাউন্ড সিস্টেম। পাশাপাশি মামলা গ্রহণ করা হয়েছে তিন অভিযুক্তের বিরুদ্ধে। 

আদালতের নির্দেশ মোতাবেক রাত্রি ১০ টার পর উচ্চস্বরে মাইক বাজানো সম্পূর্ণ বেআইনি। কিন্তু দেখা গেছে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাত ১০ টার পর আইনের পড়ুয়া না করে উচ্চস্বরে বাজানো হচ্ছে শব্দযন্ত্র। এবার এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিল পুলিশ। এনসিসি থানা এলাকাতে গভীর রাত পর্যন্ত বিকট শব্দ যন্ত্র বাজিয়ে মানুষের সমস্যা তৈরি কারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করল পুলিশ। বিভিন্ন এলাকা থেকে শব্দযন্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব। তিনি জানান অভিযুক্তদের পাঠানো হবে আদালতে। পুলিশের এই ধরনের অভিযান রাজ্যের বিভিন্ন থানা এলাকা গুলিতেও বাস্তবায়ন করার দাবি উঠেছে সাধারণ জনগণের তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow