মোহনপুরে BSNL 4G মোবাইল টাওয়ারের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিএসএনএলের 4G সিচুয়েশন মোবাইল টাওয়ারের উদ্বোধন হয়েছে শনিবার। উড়িষ্যা থেকে গোটা দেশে ৯৭৫০০ টি ফোরজি মোবাইল টাওয়ার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে মোহনপুরের নোয়াগাঁও গ্রামে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

Sep 27, 2025 - 23:56
Sep 28, 2025 - 01:35
 0  9
মোহনপুরে BSNL 4G মোবাইল টাওয়ারের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ
মোহনপুরে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী BSNL 4G মোবাইল টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজ।

দ্যা ফ্যাক্ট :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সারা দেশে ৯৭,৫০০ টি বিএসএনএল 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন হয় শনিবার। উড়িষ্যা থেকে গোটা দেশে এই প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মোহনপুরের নোয়াগাঁওয়ে এর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সংসদ রাজিব ভট্টাচার্যমন্ত্রী, মন্ত্রী রতনলাল নাচ সহ অন্যান্যরা। 

                 দেশের প্রত্যন্ত রাজ্য হওয়ার সুবাদে ত্রিপুরা ইন্টারনেট পরিষেবার সাথে অনেক দেরিতে যুক্ত হয়েছে। তারপরও ভালো ইন্টারনেট পরিষেবার জন্য সমস্যা সম্মুখীন হতে হতো ত্রিপুরা বাসিকে। বিএসএনএল ইন্টারনেট পরিষেবার শুরু করলেও বেসরকারি কোম্পানির সাথে পাল্লা দিয়ে নিজেদের আপডেট করতে পারেনি। ফলে প্রতিযোগিতা হারিয়ে যায় বিএস এনএল। সম্প্রতি ভারত সরকার উদ্যোগ নেয় বিএসএনএলকে পুনর্জীবিত করতে। শুরু হয় কাজ। তারই অঙ্গ হিসেবে দেরিতে হলেও গোটা দেশে ফোরজি পরিষেবার সূচনা করল বিএসএনএল। 

          এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন দ্রুত ইন্টারনেট পৌঁছে দিতে এখন ফোর জি নেটওয়ার্ক চালু করা হচ্ছে, পাশাপাশি এর সঙ্গে যুক্ত হবে ফাইভ জি-র সুবিধা। তিনি আরো বলেন জনজাতি, সীমান্তবর্তী এবং নকশালপ্রভাবিত এলাকায় বিএসএনএল ফোর জি স্যাচুরেশন মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। বিএসএনএল একমাত্র নেটওয়ার্ক যা সব জায়গায় উপলব্ধ ।

মন্ত্রী বলেন ইন্টারনেটের কারণে আজ আমরা ডাক্তারদের সঙ্গে অনলাইনে কথা বলতে পারি, অনলাইন শিক্ষা নিতে পারি, টেলিমেডিসিন পরিষেবা পাচ্ছি। ই-কমার্স, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল হেলথ কেয়ার, বায়োটেকনোলজি সহ নানা ক্ষেত্রে ফোর জি নেটওয়ার্ক গ্রামীণ মানুষদের জন্য বড় সহায়ক হবে। এখন প্রযুক্তি সবার হাতে পৌঁছে যাচ্ছে। এলাকাতে বিএসএনএল ফোর জি ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে দারুন উৎসাহ পরিলক্ষিত হয়েছে এদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow