GST-র সরলীকরণ নিয়ে মোহনপুর বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন কৃষিমন্ত্রী

বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে মোহনপুর বাজারে জিএসটির সরলিকরণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

Sep 25, 2025 - 23:58
Sep 26, 2025 - 00:01
 0  18
GST-র সরলীকরণ নিয়ে মোহনপুর বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন কৃষিমন্ত্রী
জিএসটির সরলীকরণের সুবিধা নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কৃষিমন্ত্রী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- গোটা দেশে জিএসটি সরলীকরণ করা হয়েছে। এই বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভার। বৃহস্পতিবার মোহনপুর বাজারে অনুষ্ঠিত এই আলোচনা সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি এদিন গুরুত্ব দেওয়া হয় স্বদেশী পণ্য ব্যবহারের উপর।

             সম্প্রতি গোটা দেশে জিএসটি স্বরলি করনেরের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহনপুর বাজারে। এদিন ব্যবসায়ী, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই সভাতে। এদিন ব্যবসায়ীদের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করাকে কেন্দ্র করে সাধারণ জনগণের দারুণ লাভ হবে বলে দাবি করা হয়। অন্যদিকে মন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সমস্ত অংশের মানুষের প্রশংসা কুরাতে সক্ষম হয়েছেন। এতে করে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস পাবে। এদিন ব্যবসায়ীদের দোকানে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী রতন লালনা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow