মোহনপুরে জনসংযোগ কর্মসূচীতে হাঁটলেন রতন, অনুষ্ঠিত বুদ্ধিজীবি সম্নেলন
মাস ব্যাপী দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুরে BJP-র প্রচারের ঝড়
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-মোদী সরকারের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তিতে জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুরে বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক স্থাপন করলেন মন্ত্রী রতনলাল নাথ। রবিবার মোহনপুর বিধানসভার ঐরান চৌমুহনী, টিলাবাড়ী এবং বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন তিনি। এছাড়াও বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে মোহনপুরে অনুষ্ঠিত হয় বুদ্ধিজীবী সম্মেলন।
মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ নিজ এলাকার ভোটারদের বাড়িতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন। তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে অবগত হলেন তিনি। মানুষের সাথে কথা বলে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে সেগুলো সম্পর্কে মানুষকে অবগত করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকর দেব, যুব মোর্চা মোহনপুর মন্ডল সভাপতি চন্দ্র কুমার শীল দাস এবং অন্যান্যরা।
অন্যদিকে এদিন বিকেলে মোহনপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এলাকার বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত হয় বুদ্ধিজীবী সম্মেলন। মোহনপুর বিধানসভা এলাকার বৈষ্ণব এবং তাদের ভক্তরা, শিক্ষক, আইনজীবী, সাহিত্যিক সমেত অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই সম্মেলনে এলাকার বিভিন্ন ধর্মীয় আখরা থেকে আগত বৈষ্ণবরা সংগীত পরিবেশন করেন। এদিনের এই বুদ্ধিজীবী সম্মেলন প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন আমাদের নিজেদের সংস্কৃতি,কৃষ্টি, ধর্ম বিসর্জন দিলে চলবেনা। নিজেদের সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রেখে এগিয়ে যেতে হবে। এছাড়াও পাশ্চাত্য সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নেশার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সমাজকে রক্ষা করতে আহ্বান করেন মন্ত্রী। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরে মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, বিশিষ্ট আইনজীবী অরবিন্দু দেব, যুবনেতা জয়লাল দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?