মেয়াদ উত্তীর্ণ লক্ষ্মী প্রতিমা, ঠাঁই হলো রাস্তার পাশে

নতুনকে ঘরে টানতে প্রক্তনকে গৃহ ছাড়া করল গৃহস্থ

Oct 28, 2023 - 03:59
 0  44
মেয়াদ উত্তীর্ণ লক্ষ্মী প্রতিমা, ঠাঁই হলো রাস্তার পাশে
পথের ধারে অসহায় মেয়াদ উত্তীর্ণ লক্ষ্মী প্রতিমা। ছবি:- সুমন মহলানবীশ

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-নতুন লক্ষ্মীকে বরণ করতে পুরানো লক্ষ্মীর ঠাঁই হলো রাস্তার পাশে। নতুন এবং পুরনোর মাঝে প্রশ্নচিহ্নের মুখে ভক্তদের ভক্তি! আক্ষেপের বিষয় এক বছর আগে যাকে ধুমধামে পূজা করা হলো আজ তাঁকে রাস্তার পাশে ঠেলে নতুনকে নিয়ে ব্যস্ততা ভক্তদের।

                      শনিবার কোজাগরী লক্ষ্মী পূজা। শুক্রবার থেকে বাজারগুলোতে প্রতিমা কেনা এবং পূজার আয়োজন ঘরে নেওয়ার ব্যস্ততা লক্ষ্য করা গৃহস্থের। সাধ্যমতে যে যার মত করে লক্ষ্মীর প্রতিমা ঘরে নিয়েছেন। বাজার করার পর্ব টাও নিজ হাতেই সুসম্পন্ন করেছেন গৃহস্থ। যাতে কোনো খামতি না থাকে তাই পূজোর আগের দিনই কেনাকাটা প্রায় শেষ করতে চেয়েছেন সবাই।

                      এই নতুনের ভিড়ে ঠিক কখন গত বছরের মা লক্ষী রাস্তায় এসে ঠাই হলো হয়তো এই বিষয়ে ধারণাই নেই গৃহস্থের। নতুনকে বরণ করতে যখন মহা ধুমধাম তখন ঘরের কোণে আর ঠাই হলো না প্রাক্তনের। অনেকটা মেয়াদ উত্তীর্ণের মতই ছুঁড়ে ফেলে দেওয়া হল পরিত্যক্ত স্থানে। আগরতলা বামুটিয়া সড়কের বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় শুক্রবার রাতের এই ছবি প্রশ্ন তুলছে ভক্তদের ভক্তিকে কেন্দ্র করে। যদি ভক্তিভরে পূজা এবং আরাধনা করা হয় তাহলে এই প্রতিমার ঠাঁই রাস্তার পাশে হওয়ার কথা ছিল না। যদি ঘরে ঠাঁই দেওয়া সম্ভব নাই হয়, তাহলে নিজ বাড়ীর পুরিস্কার পরিচ্ছন্ন জায়গায় এই লক্ষ্মী প্রতিমাকে আশ্রয় দিলে ধন-সম্পদে কোনো ধরনের ঘাটতি হতো কিনা গৃহস্থের তা অবশ্য জানা নেই। তবে এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই সম্মানজনক নয় বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্নদের। প্রয়োজন ভক্তদের ভক্তিতে শ্রদ্ধা বিবেক এবং শুভবুদ্ধি যুক্ত হওয়ার। যাতে করে আগামী বছর কোন প্রাক্তনের ঠাঁই না হয় রাস্তার পাশে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow