রাষ্ট্রমন্ত্রীর সামাজিক মাধ্যমে গাঁজা বাগানের ভিডিও প্রকাশ্যে, কালো চশমা পুলিশের চোখে
হেজামারা ব্লক এলাকার একটি ছড়ার উপর সেতু নির্মাণের জমি পরিদর্শনে গেলে, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার সামাজিক মাধ্যমে উঠে আসে অবাধ গাঁজা বাগানের ছবি।
দ্যা ফ্যাক্ট :- সিধাই থানা এলাকাতে রাজধানী থেকে মাত্র ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে গড়ে ওঠা গাঁজা বাগান দেখতে পাচ্ছেন না জেলার পুলিশ সুপার। অথচ মন্ত্রীর সামাজিক মাধ্যম একাউন্টে উঠে এসেছে অবাধ গাঁজা বাগানের দৃশ্য। প্রশ্ন উঠছে সিধাই থানার পুলিশের ভূমিকাকে ঘিরে।
পশ্চিম জেলা এলাকায় সর্বাধিক গাঁজা বাগান করা হয়েছে সিধাই থানা এলাকাতে। দীর্ঘদিন যাবত পুলিশের কাছ থেকে নিয়মিত বাঁধা না পেয়ে এক প্রকার অলিখিত বৈধতা পেয়ে গেছে এই এলাকার গাঁজা চাষীরা। চাকরির মান বাঁচাতে প্রতি মরশুমে পুলিশের তরফে পাঁচ থেকে ছটি গাঁজা বাগান ধ্বংস করা হয়। তার মধ্যেও পুরুষ গাঁজা গাছ, ধ্বংস করার জন্যই তৈরি করা নিম্নমানের নাটকীয় গাঁজা বাগান সেগুলোও থাকে। এরই মাঝে কতিপয় আধিকারিক প্রকৃত অর্থেই গাঁজা বিরোধী অভিযান করতে চাইলেও দপ্তর ও রাজনীতির পিছুটানে সেঅর্থে গাঁজা বিরোধী অভিযান আর হয়ে উঠছে। এদিকে পশ্চিম জেলার পুলিশ সুপার কাগজে-কলমে গোটা জেলার দায়িত্বে থাকলেও প্রকৃত অর্থে আগরতলা শহরেই দায়িত্ব পালন করছেন তিনি। রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে কয়েক হাজার কানি জুড়ে অবৈধ গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রে ন্যূনতম উদ্যোগ নেই পুলিশের।
বুধবার ১ নং সিমনা বিধানসভার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃশ্বকেতু দেববর্মা হেজামারা ব্লকের অন্তর্গত পূর্ব চানপুর এডিসি ভিলেজ এলাকার দেবরা থেকে দশ পাড়া যাওয়ার ছড়ার উপর একটি সেতু নির্মাণ করার জন্য জমী পরিদর্শনে যান। সাথে ছিলেন উনার ব্যক্তিগত দেহরক্ষী এবং হেজামারা ব্লকের আধিকারিকরা। সেই স্থানে ছড়ার দুই ধারে হাজার হাজার গাঁজা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্ত্রী যদি পরিদর্শনের সময় যে ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করেছেন সেই ভিডিওতে এই গাঁজা বাগানের ছবি উঠে এসেছে। বিগত দিনে সংবাদ মাধ্যমে সিধাই থানা এলাকায় অবৈধ বিশাল গাঁজা বাগানকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের সত্যতায় এবার সীলমোহর দিল মন্ত্রী বৃষকেতু দেববর্মা। তিনি বরাবর নেশার বিরুদ্ধে আওয়াজ তুলছেন। সরকারে থেকেও নেশাকে কেন্দ্র করে উনার প্রতিবাদী কন্ঠ নিয়মিত গর্জে উঠছে। সম্প্রতি মোহনপুরে একটি নেশার আস্তানায় থাবা বসিয়েছিলেন তিনি। মন্ত্রীর নেশাদ বিরোধি এই ভূমিকা অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আশা করা যাচ্ছে সিধাই থানার অন্তর্গত সিমনা বিধানসভা এলাকায় যে অবৈধ গাঁজা বাগান গড়ে উঠেছে সেগুলো ধ্বংস করার জন্য সেধাই থানার পুলিশকে অবশ্যই নির্দেশ দেবেন রাষ্ট্রমন্ত্রী বিষকেতু দেববর্মা। এখন দেখার এই ভিডিও দেখার পর সিধাই থানার পুলিশ লাজুকের ভূমিকা ত্যাগ করে গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রে উদ্যোগ নেয় কিনা।
What's Your Reaction?