মামলায় অভিযুক্তদের নিয়ে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, সাংবিধানিক বৈধতায় প্রশ্ন?

বিভিন্ন অপরাধে অভিযুক্তরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখিয়া পদে শপথ গ্রহণ

Aug 9, 2024 - 13:08
 0  43
মামলায় অভিযুক্তদের নিয়ে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, সাংবিধানিক বৈধতায় প্রশ্ন?
শপথ গ্রহণ করছেন বিভিন্ন মামলায় অভিযুক্ত মোহাম্মদ ইউনূস।

দ্যা ফ্যাক্ট : দেশে একাধিক মামলায় অভিযুক্ত মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই উনার নাম উঠে এসেছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার শপথ নিলেন তিনি। 

                 বাংলাদেশে তীব্র আন্দোলনের মধ্যে জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র বিক্ষোভের মুখে বাধ্য হয়ে জীবন রক্ষার্থে পদত্যাগ করে দেশ ছাড়লেন তিনি। এরই মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশের গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার। ১৬ সদ্য নিয়ে গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। শপথ গ্রহণের পর দেশের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দেশবাসীর কাছে আবেদন রেখেছেন তিনি। পাশাপাশি গোটা দেশে সরকার পতনের পর ছিনতাই ,হামলা,সংখ্যালঘুদের উপর আক্রমণকে কেন্দ্র করে আক্ষেপ করেছেন তিনি। দাবি করেছেন অতিসত্বর গোটা দেশে এই পরিস্থিতি বদলানোর। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি ওই দেশে বিভিন্ন মামলায় এখনো অভিযুক্ত। এছাড়াও অন্যান্য যারা সদস্যরা রয়েছেন এই উপদেষ্টা কমিটিতে তাদের বিরুদ্ধেও মামলা রয়েছে বলে অভিযোগ। যতদূর জানা গেছে পূর্বে সরকারের সময়ে যারাই বিভিন্ন মামলায় এবং অভিযুগে অভিযুক্ত ছিল তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দেশের মানুষের মঙ্গলার্থে কতটা কাজ করবে এই অশংবিধানিক সরকার?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow