ব্যাপক প্রতিবাদের মুখে বাউন্ডারি ওয়াল থেকে হিন্দু দেব-দেবীদের ছবি সরাল জিনজার কর্তৃপক্ষ

অনাকাঙ্খিত স্থানে হিন্দুদের দেবীদের ছবি লাগানো ব্যাপক প্রতিবাদের মুখে নিজের অবস্থান

Aug 18, 2023 - 06:01
Aug 18, 2023 - 06:04
 0  74
ব্যাপক প্রতিবাদের মুখে বাউন্ডারি ওয়াল থেকে হিন্দু দেব-দেবীদের ছবি সরাল জিনজার কর্তৃপক্ষ

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-প্রবল প্রতিবাদের মুখে বাউন্ডারি ওয়াল থেকে হিন্দু দেবদেবীর ছবি সরিয়ে নিতে বাধ্য হল জিনজার হোটেল কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রচার হবার পর বৃহস্পতিবার বজরং দলের তরফে জিনজার কর্তৃপক্ষকে ২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয় হিন্দু দেবদেবীদের ছবি সরানোর জন্য। এরপরই সমস্ত হিন্দুদের দেবীদের ছবি সরিয়ে নেয় জিনজার হোটেল।

                        রাস্তার পাশে অলিতে গলিতে বিভিন্ন নোংরা স্হানের পাশে হিন্দুদের দেবদেবীর ছবি হামেশাই লাগাতে দেখা যায়। কখনো আবর্জনা ফেলা থেকে মানুষকে রুখতে, আবার কখনো প্রাকৃতিক কাজ করা থেকে মানুষকে রুখতে এই পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন বহু স্বার্থান্বেষী মহল। একইভাবে টাটা গ্রুপের জিনজার হোটেল ড্রেনের পাশে বাউন্ডারি ওয়ালে হিন্দুদের দেব দেবীর ছবি লাগিয়েছিল। অবশেষে গত সোমবার থেকে সামাজিক মাধ্যমে এই বিষয়ে ব্যাপক প্রচার এবং প্রতিবাদ শুরু হয়। www.thefactoftripura.com নামক ওয়েব মিডিয়া সমেত বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়। এই দিকে বৃহস্পতিবার বজরং দলের উদ্যোগে জিনজার হোটেলে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়। বজরং দলের তরফে হোটেল কর্তৃপক্ষকে দুই ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে হিন্দুদের দেব দেবীদের ছবি সরানোর না হলে সংগঠন তাদের মতো করে পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। অবশেষে ব্যাপক চাপের মুখে হিন্দুদের দেবদেবীর ছবি সরিয়ে নিতে বাধ্য হয় জিনজার কর্তৃপক্ষ। সবার ধারণা সঙ্গবদ্ধ প্রতিবাদের কারণেই জিনজার বাধ্য হয়েছে নিজেদের অনৈতিক অবস্থান থেকে সরে আসতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow