মোহনপুর পুর পরিষদে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের হাতে দেওয়া হল ওয়ার্ক অর্ডার
মোহনপুর পুর পরিষদে ঘর প্রাপকদের ওয়ার্ক অর্ডার প্রদানের পাশাপাশি প্রবীণদের সাথে হয় মতবিনিময়।

দ্যা ফ্যাক্ট: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের হাতে ওয়ার্ক অর্ডার তুলে দিলেন মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচির পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের সাথে উন্নয়নমূলক পরিকল্পনাকে কেন্দ্র করে মত বিনিময় করেছেন মন্ত্রী।
মোহনপুর পুর পরিষদ এলাকাতে কিকি উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন সে বিষয়ে প্রবীণ নাগরিকদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন রতন লাল নাথ। যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো অতি দ্রুত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি এদিন সুবিধাভোগীদের হাতে ঘর নির্মাণের ওয়ার্ক অর্ডার তুলে দিয়ে সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য পরামর্শ দিলেন তিনি। মন্ত্রী বলেন মোহনপুর পুর পরিষদ এলাকাতে একটি পরিবারও ঘরের অভাবে যাতে কষ্ট না পায়। যাদের প্রয়োজন রয়েছে সমস্ত বাড়িতে ঘর প্রদান করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন , ভাইস চেয়ারম্যান শংকর দেব সহ অন্যান্যরা।
What's Your Reaction?






