ব্রহ্মকুণ্ড কলোনিতে অভিযান চালিয়ে ৪০০০ ইয়াবা উদ্ধার করল পুলিশ

ব্রহ্মকুণ্ড কলোনিতে রূপক ভট্টাচার্যের বাড়িতে নেশা বিরোধী অভিযানে ব্যাপক পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার।

Jul 12, 2024 - 03:59
Jul 12, 2024 - 04:09
 0  25
ব্রহ্মকুণ্ড কলোনিতে অভিযান চালিয়ে ৪০০০ ইয়াবা উদ্ধার করল পুলিশ
ব্রহ্মকুণ্ড কলোনী থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

দ্যা ফ্যাক্ট :- সিধাই থানা এলাকার অন্তর্গত সুন্দরটিলা পুলিশ ব্রহ্মকুন্ড কলোনি থেকে ৪০০০ অবৈধ ইয়াবা নেশার ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রূপক ভট্টাচার্যের বাড়িতে করা হয় এই নেশা বিরোধী অভিযান। এই অভিযানে তাঁর হেফাজত থেকে অবৈধ নেশা সামগ্রী ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৫থেকে ২০ লক্ষ টাকা বলে দাবি মোহনপুরের এসডিপিও বিজয় সেনের। তিনি আরো জানান অভিযুক্তির বাড়ি থেকে ব্যাপক পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হলেও অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাঁকে গ্রেফতার করার জন্য অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএসধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপি। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির ওসি ধ্রুবো জয়র রিয়াং, মোহনপুরা এসডিপিও বিজয় সেন, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow