ভারতে চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক টোল ট্যাক্স সিস্টেম

জাতীয় সড়কে টোল ট্যাক্সের জন্য লাইন দেওয়ার দিন শেষ, শুরু হবে স্যাটেলাইট ভিত্তিক টোল ট্যাক্স সিস্টেম

Feb 21, 2024 - 13:40
Feb 21, 2024 - 13:44
 0  14
ভারতে চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক টোল ট্যাক্স সিস্টেম

দ্যা ফ্যাক্ট:-স্যাটেলাইট ভিত্তিক টোল ট্যাক্স সিস্টেম চালু হতে যাচ্ছে ভারতে। যার মাধ্যমে যানবাহনগুলোকে রাস্তায় দাঁড়িয়ে টোল ট্যাক্স প্রদান করতে হবে না। এই ঘোষণা দিয়েছেন দেশের পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।

                             দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াত করার সময় যানবাহনগুলোকে টোল ট্যাক্স প্রদান করতে হয়। আর এর জন্য যানবাহন গুলোর লম্বা লাইন লেগে যায়। জাতীয় সড়কগুলোতে এই ধরনের ভিড়কে কেন্দ্র করে সময় অপচয় হয়। ফলে সমস্যা পড়তে হয় যাত্রী তথা যানবাহন চালকদের। এখন থেকে ভারতে শুরু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক টোল ট্যাক্স সিস্টেম। যার মাধ্যমে যানবাহনগুলোকে রাস্তায় দাঁড়িয়ে টোল ট্যাক্স প্রদান করার প্রয়োজন হবে না। গাড়িগুলো অনায়াসে টোল ট্যাক্স কাউন্টার গুলো পার হয়ে যাবে। স্যাটেলাইট সিস্টেমে গাড়ির নাম্বার গুলো অটোমেটিক স্ক্যান করা হবে। সেইসঙ্গে অর্থ কাটা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। যার ফলে সময় বাঁচবে এবং ঝামেলা অনেকটাই কমবে বলে দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow