বামুটিয়া ব্লকে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও দুই নাবালক চোর
নেশার অর্থের যোগান দিতে সরকারি প্রতিষ্ঠান সহ মানুষের বাড়িতে চুরির ঘটনা রোধে পুলিশের ভূমিকা চান থানীয়রা।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া ব্লকে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল ২ নাবালক চোর। ঘটনা বুধবার সকালে। অভিযুক্তদের উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে।
বামুটিয়ার ব্লক সংলগ্ন তেবাড়িয়া এলাকার দুই নাবালক প্রতিনিয়ত এলাকাতে চুরি এবং বিভিন্ন অবৈধ কাজ করে যাচ্ছে। তাঁদের নেশার চাহিদা পূরণ করতে এই ধরনের চুরির ঘটনা গুলো সংঘটিত করছে বলে জানায় স্থানীয়রা। বামুটিয়া ব্লক সংক্রান্ত তেবারিয়া এলাকায় নেশার ব্যাপক রমরমা ছড়িয়েছে। এই নেশার অর্থের যোগান দিতে বামুটিয়া ব্লকের পেছনে সরকারি লোহার পাইপ খুলে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয় জনতা। দেওয়া হয় উত্তম মধ্যম। এই এলাকাতে নিয়মিত চুরির ঘটনা সংঘটিত করে রীতিমতো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এই দুই নাবালক চোর।স্থানীয়দের দাবি এলাকাতে চুরির ঘটনা রোধ করতে এবং নেশার রমরমা নিয়ন্ত্রণে আনতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এয়ারপোর্ট থানার পুলিশ।
What's Your Reaction?