ধর্মঘট সফল করতে আগরতলায় পথ অবরোধ, সমস্যায় জনতা

মানুষ ধর্মঘট প্রত্যাখ্যান করলে পথ আগলে দাঁড়ায় ধর্মঘট সমর্থনকারীরা

Feb 16, 2024 - 18:00
 0  121
ধর্মঘট সফল করতে আগরতলায় পথ অবরোধ, সমস্যায় জনতা
রাস্তায় বসে ধর্মঘট সফল করার শ্লোগান নেতাকর্মীদের। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের যে আহ্বান করেছে তা সফল করতে রাজধানী আগরতলায় পথ অবরোধে বসতে হয়েছে সংগঠনের কর্মী সমর্থকদের। প্রশ্ন উঠছে সাধারণ মানুষ এই ধর্মঘট প্রত্যাখ্যান করতে চাইলে পথ অবরোধের মাধ্যমে ধর্মঘট সফল করতেই এই প্রয়াস?

পূর্ব ঘোষণা মোতাবেক সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ও শুক্রবার ধর্মঘটের আহ্বান করা হয়। কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকায় এবং শহরে ধর্মঘটের ছিটেফোঁটা প্রভাব লক্ষ্য করা যায়নি। যদিও আগরতলা শহরে ধর্মঘটের ছবি নজরে পড়েছে সকালের দিকে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছিল। এরই মধ্যে প্যারাডাইস চৌমুহনিতে ধর্মঘট সফল করানোর জন্য ধর্মঘট সমর্থন কারীরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। প্রশ্ন যারাই এই ধর্মঘটের আহ্বান প্রত্যাখ্যান করে ঘর থেকে বেরিয়ে এসেছেন তাঁদের যাতায়াতে বাঁধা সৃষ্টি করতেই এই অবরোধে বসেছিল বন্ধ সমর্থককারীরা?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow